ডোপ টেস্টে ব্যর্থ, ৪ বছর নির্বাসিত কমনওয়েলথ গেমসে দু'বারের সোনা জয়ী সঞ্জিতা চানু

এই নির্বাসনের ফলে বড় ধাক্কা খেলেন এই মনিপুরী ভারোত্তলক। জাতীয় গেমসে রূপো জিতেছিলেন তিনি। এই নিষেধাজ্ঞার সাথে সাথে সেই পদকও হারালেন তিনি।
সঞ্জিতা চানু
সঞ্জিতা চানুছবি - সংগৃহীত
Published on

গত বছর ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন কমনওয়েলথ গেমসে দু'বারের সোনা জয়ী ভারতীয় ভারোত্তলক সঞ্জিতা চানু। যে কারণে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি চার বছরের জন্য নিষিদ্ধ করলো তারকা ভারোত্তলককে। গতবছর বছরের সেপ্টেম্বর-অক্টোবরে গুজরাটে জাতীয় গেমসে নমুনা নেওয়া হয়েছিল সঞ্জিতার। সেই নমুনায় একটি অ্যানাবলিক স্টেরয়েড-ড্রস্ট্যানোলোন মেটাবোলাইট পাওয়া যায়।

সঞ্জিতা চানুর চার বছরের নির্বাসনের খবরটি নিশ্চিত করেছেন ইন্ডিয়ান ওয়েটলিফ্টিং ফেডারেশনের (IWF) সভাপতি সহদেব যাদব। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, "হ্যাঁ, তাকে (সঞ্জিতা চানু) NADA চার বছরের নিষেধাজ্ঞা দিয়েছে।"

এই নির্বাসনের ফলে বড় ধাক্কা খেলেন এই মনিপুরী ভারোত্তলক। জাতীয় গেমসে রূপো জিতেছিলেন তিনি। এই নিষেধাজ্ঞার সাথে সাথে সেই পদকও হারালেন তিনি।

২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সঞ্জিতা। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন তিনি। সঞ্জিতার কাছে অবশ্য এখনও সুযোগ রয়েছে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার। কিন্তু তিনি তা করবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপিল করলেও এশিয়ান গেমস এবং অলিম্পিক্সের দরজা একপ্রকার বন্ধ হয়ে গেলো সঞ্জিতার জন্য।

এই প্রথমবার ডোপ টেস্টে ব্যর্থ হলেন না সঞ্জিতা। এর আগে ২০১৭ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে অ্যানাবলিক স্টেরয়েড টেস্টোস্টেরনের জন্য ইতিবাচক পরীক্ষা করার পরে তাঁকে ২০১৮ সালে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (IWF) দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। ২০২০ সালে সেই নির্বাসন কাটিয়ে ফিরছিলেন তিনি।

সঞ্জিতা চানু
La Liga: লা লিগা সভাপতি জাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি তুললো বার্সেলোনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in