রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়ে শেষ হাসি হাসলো পাকিস্তানী যুবরা। শেষ ওভারে ভারতকে আশা জাগিয়েছিলেন বাংলার রবি কুমার। তবে শেষ রক্ষা হয়নি। শেষ বলে বাউন্ডারি মেরে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে জেতালেন আহমেদ খান। ভারতের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল।
দুবাইয়ে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম দফায় ব্যাট করতে নেমে ২৩৭ রানে অল আউট হয়ে যায় ভারত। শুরুতেই মাত্র ১৪ রানে এদিন ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ওপেনার অংক্রীশ রঘুবংশী রানের খাতা না খুলেই ফিরে যান। শেখ রাশিদ ৬ রান করেন এবং অধিনায়ক যশ ধুলও রানের খাতা খুলতে পারেননি।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যান হরনূর সিং। গত ম্যাচে শতরান করার পর এই ম্যাচে ৪৬ রান করেন হরনূর। মিডিল অর্ডারে রাজ বাওয়া ২৫ রানে ফিরে গেলেও আরাধ্য যাদব অর্ধশতরান গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কৌশল তাম্বে ৩২ রান এবং রাজবর্ধন ৩৩ রান করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। পাকিস্তানের হয়ে এদিন ৫ উইকেট তুলে নেন জিশান জমীর।
২৩৮ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে পাক ওপেনার আব্দুল ওহায়িদ রানের খাতা না খুলেই ফিরে যান। তবে এরপর পাকিস্তান এগিয়ে যায় অনেকটাই। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন মুহাম্মদ সহজাদ। মিডিল অর্ডারে কোয়াশিম আক্রম(২২), ইরফান খান(৩২), রিজওয়ান মেহমুদরা (২৯) দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে শেষ মুহূর্তে চাপে পড়ে পাকিস্তানও। তবে আহমেদ খান ১৯ বলে ২৯* রানের দুরন্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের স্বাদ এনে দেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন