ব্রিটিশ যুবদের চার উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিতেছে ভারতের যুবরা। এই নিয়ে মোট পাঁচ বার খেতাব জিতলো ভারত। যশ ধুলের নেতৃত্বাধীন এই ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে একটিও হারের মুখ দেখেনি। দাপট দেখিয়েই ফাইনালের মঞ্চে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ইংল্যান্ডকে মাত্র ১৮৯ রানেই বেঁধে ফেলে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যমাত্রা টপকে যায় যশ ধুলরা।
মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ এবং পৃথ্বী শ-র তালিকায় নতুন নাম যশ ধুল। যুব বিশ্বকাপ জিতে ভারত অধিনায়ক ধুল বলেন, "আমরা এই কৃতিত্ব অর্জন করতে পেরেছি সেটা গর্বের। এটা ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। প্রাথমিকভাবে সঠিক টিম কম্বিনেশন খুঁজে পাওয়া কঠিন ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা একটি পরিবারে পরিণত হয়েছি। দলের পরিবেশ ভালো ছিল।"
গত রাতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। রাজ বাওয়া এবং বাংলার রবি কুমারের দাপটে ১৮৯ রানেই অল আউট হয়ে যায় ব্রিটিশরা। মাত্র ৯১ রানেই ৭ উইকেট হারানোর পর জেমস রিউ এবং জেমস সেলসের প্রচেষ্টায় সম্মানজনক জায়গায় পৌঁছায় ইংল্যান্ড। রিউ ৯৫ রান করেন এবং সেলস অপরাজিত থাকেন। ভারতের রাজ বাওয়া তুলে নেন ৫ উইকেট এবং ৪ টি উইকেট নেন রবি কুমার।
জবাবে ব্যাট করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে ভারতকে এগিয়ে দেন শেখ রশিদ। অর্ধশতরান করেন তিনি। এরপর নিশান্ত সিন্ধুর অপরাজিত ৫০* রান এবং রাজ বাওয়ার ৩৫ রানে ভর করে সহজ জয় তুলে নেয় যশ ধুলরা। বল হাতে ৫ উইকেট এবং ব্যাট হাতে ৩৫ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন রাজ বাওয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন