নির্বাসন নিয়ে আইএফএ'র বিরুদ্ধে আদালতে যাবে শতাব্দী প্রাচীন উয়াড়ী ক্লাব!

People's Reporter: উয়াড়ী ফুটবল সচিব বলেন, যে দুটো ম্যাচে আমাদের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছে সেই দুটো ইস্টবেঙ্গল আর ভবানীপুর ম্যাচ। কেনো তাঁদের কোনো কর্তাকে তলব করা হল না? ওরা বড়ো ক্লাব বলে!
উয়াড়ী ক্লাব
উয়াড়ী ক্লাবছবি - সংগৃহীত
Published on

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ম‍্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত শতাব্দী প্রাচীন উয়াড়ী ক্লাব ও একদা ফুটবলার সাপ্লাই লাইন টালিগঞ্জ অগ্রগামী। আগেই কলকাতা পুলিশকে এই দুই ক্লাবের বিরুদ্ধে জানিয়েছে আইএফএ। পুলিশ বিষয়টির তদন্ত করবে। যতদিন তদন্ত চলবে ততদিন উয়াড়ী ও টালিগঞ্জকে সাসপেন্ড করেছে আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি।

এই অভিযোগের প্রতিবাদ করে উয়াড়ী ফুটবল ক্লাব সচিব ইন্দ্রনাথ পাল বলেন, 'আমরা প্রতিবাদ করছি এই সিদ্ধান্তের। যে দুটো ম্যাচে আমাদের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছে সেই দুটো ইস্টবেঙ্গল আর ভবানীপুর ম্যাচ। কেনো তাঁদের কোনো কর্তাকে তলব করা হল না? ওরা বড়ো ক্লাব বলে! আমরা কিন্তু টাকায় বড়ো না। আমরা ওদের থেকেও প্রাচীন ক্লাব। আমরা মেনে নেব না। আইএফএ'কে চিঠি দেব। কোনো ব্যবস্থা না নিলে কোর্টে যাবো। আইনের পথে আশা করি বিচার পাবো।'

এদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, 'ম্যাচ গড়াপেটা ক্যান্সারের মত। সেটা ময়দানে ছড়িয়ে পড়লে মানুষের কলকাতা লিগের প্রতি বিশ্বাস চলে যাবে। পুলিশের উপর ছেড়ে দিয়েছি বিষয়টা। যদি পুলিশ নির্দোষ বলে ভালো কথা। তবে যদি দোষী প্রমাণিত হয় আরও বড়ো পদক্ষেপ নেব'।

এদিকে আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন লিগে দলগুলির প্রথম একাদশে নুন্যতম চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হল। বুধবার আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশনের দলগুলির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে মিলিত হন আইএফএ পদাধিকারীরা। এই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকে প্রিমিয়ার ডিভিশন থেকে যে দুটি দল পয়েন্টের বিচারে সবার নিচে থাকবে সেই দুটি দলের অবনমনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উয়াড়ী ক্লাব
ISL 2023-24: কুয়াদ্রাতকে ছাড়াই কেরালা জয়, সুপার সিক্সের স্বপ্ন জিইয়ে রাখলো ইস্টবেঙ্গল
উয়াড়ী ক্লাব
IPL 2024: কেকেআর ম্যাচ হারের পর বিপাকে দিল্লি! পন্থ ও তাঁর সতীর্থদের লক্ষ লক্ষ টাকা জরিমানা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in