UCL: ম্যান ইউর স্বপ্ন ভঙ্গ করে শেষ আটে অ্যাটলেটিকো মাদ্রিদ

জেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গতরাতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে চলতি মরশুমে কোনো রকম শিরোপা না জিতেই থাকতে হবে রেড ডেভিলদের।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাটলেটিকো মাদ্রিদছবি ম্যানচেস্টার ইউনাইটেড ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মেসি-নেইমারের পর এবার উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গতরাতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে চলতি মরশুমে কোনো রকম শিরোপা না জিতেই থাকতে হবে রেড ডেভিলদের।

ঘরোয়া লীগে অ্যাটলেটিকো এবং ইউনাইটেড, দুই দলেরই শিরোপা জয়ের আশা একপ্রকার শেষ। শেষ চারে থেকে লীগ শেষ করাই একমাত্র লক্ষ্য দুই দলের। এই মরশুমে এখনও পর্যন্ত একটাও শিরোপা না জেতা দুই দল তাই চ্যাম্পিয়নস লীগকেই পাখির চোখ করেছিলো। তবে শেষ হাসিটা হেসেছে স্প্যানিশ ক্লাব। নিজেদের ঘরের মাঠে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যান ইউকে।

ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো ম্যান ইউর। তবে এলেঙ্গার নিশ্চিত গোলের শট ওবলাকের মুখে লেগে ফিরে আসে। সাথে সাথেই অক্সিজেন পায় অ্যাটলেটিকো। এরপর প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় আঁতোয়া গ্রিজম্যানের ক্রস থেকে সহজ এক হেডারে ডেভিড ডি হিয়াকে পরাস্ত করেন রেনান লোদি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অ্যাটলেটিকো।

দ্বিতীয়ার্ধে পিছিয়ে থাকা ম্যান ইউ গোল পরিশোধের জন্য চেষ্টা চালালেও দিয়েগো সিমিওনেরা সমস্ত প্রয়াস ব্যর্থ করেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচের ফলাফল ছিলো ১-১। এই ম্যাচে ১-০ গোলে জিতে ২-১ অ্যাগ্রিগেট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সিমিওনের শিষ্যরা।

অন্যদিকে, গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে খেলতে নামা অ্যাজাক্স আমাস্টারডামকে হারালো পর্তুগীজ ক্লাব বেনফিকা। প্রথম লেগে ২-২ ব্যবধানে ড্র থাকায় দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেই কোয়ার্টার ফাইনালে বেনফিকা। এই ম্যাচে বেনফিকার হয়ে একটিমাত্র গোল করেছেন ডারউইন নুনেজ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in