UCL: দ্বিতীয় বার অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়নস লীগের ড্র, দেখে নিন শেষ ১৬ তে মুখোমুখি হচ্ছে কোন দল

নিয়নে ফের অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬-এর ড্র। সোমবার বিকেলে ড্র অনুষ্ঠিত হলেও ড্র চলাকালীনই যান্ত্রিক ত্রুটির কারণে কোন দলের বিরুদ্ধে কোন কোন দল খেলতে পারবে সেই নিয়ে গোলযোগ তৈরি হয়।
ম্যান ইউনাইটেড বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
ম্যান ইউনাইটেড বনাম অ্যাটলেটিকো মাদ্রিদছবি সংগৃহীত
Published on

নিয়নে ফের অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬-এর ড্র। সোমবার বিকেলে ড্র অনুষ্ঠিত হলেও ড্র চলাকালীনই যান্ত্রিক ত্রুটির কারণে কোন দলের বিরুদ্ধে কোন কোন দল খেলতে পারবে সেই নিয়ে গোলযোগ তৈরি হয়। তৎকালীন কোনোরকমে ড্র শেষ করলেও উয়েফা এই ঘটনার জেরে পুনরায় সম্পূর্ণ নতুনভাবে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬-র ড্র করার কথা ঘোষণা করে। সেই মতো নিয়নে দ্বিতীয়বার নতুন ড্র অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ড্র-য়ের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিপক্ষে পড়েছিলেন লিওনেল মেসি। তবে দ্বিতীয় ড্র-য়ের পর ম্যান ইউনাইটেড পাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদকে এবং পিএসজির প্রতিপক্ষ রিয়েল মাদ্রিদ। ১৫-১৬ ফেব্রুয়ারি এবং ২৪-২৫ শে ফেব্রুয়ারি হবে শেষ ১৬-এর সমস্ত প্রথম লেগের ম্যাচ। ৮-৯ মার্চ এবং ১৪-১৫ মার্চ হবে দ্বিতীয় লেগের ম্যাচ।

গ্রুপ পর্ব থেকে শেষ ১৬ তে উঠেছে যারা-

গ্রুপ চ্যাম্পিয়ন অর্থাৎ বাছাই দল : লিভারপুল, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, আয়াক্স, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বায়ার্ন, লিল।

গ্রুপ রানার আপ অর্থাৎ অবাছাই দল : চেলসি, অ্যাটলেটিকো, পিএসজি, স্পোর্টিং লিসবন, ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ এবং ভিয়ারিয়াল।

দ্বিতীয় রাউন্ডের ড্রয়ের পর কোন দল কার মুখোমুখি হচ্ছে-

বায়ার্নমিউনিখ - সালজবুর্গ

ম্যানচেস্টার সিটি - স্পোর্টিং লিসবন

অ্যাজাক্স - বেনফিকা

লিল - চেলসি

ম্যান ইউনাইটেড - অ্যাটলেটিকো মাদ্রিদ

জুভেন্টাস - ভিয়ারিয়াল

লিভারপুল - ইন্টার মিলান

রিয়াল মাদ্রিদ - পিএসজি

ম্যান ইউনাইটেড বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
The Ashes: অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন জস হেজেলউড, বদলি হিসেবে অজি দলে ঝে রিচার্ডসন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in