রবার্টো ফিরমিনো এবং মহম্মদ সালাহর গোলে শেষ ষোলোর প্রথম লেগে সান সিরোতে জয় পেলো লিভারপুল। ইন্টার মিলানের ঘরের মাঠে ৭৪ মিনিট গোলশূন্য থাকার পর পরপর দুটো গোল করে জয় অর্জন করে অলরেডসরা। অন্যদিকে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গ দেখায় বড় চমক। নিজেদের ঘরের মাঠে প্রায় হারিয়েই ফেলেছিলো বায়ার্ন মিউনিখকে। শেষ মুহূর্তে কিংসলে কোম্যানের গোলে নবাগত সালজবুর্গের বিপক্ষে হার বাঁচায় জার্মান জায়ান্টরা।
সান সিরোতে প্রথমার্ধে এদিন লিভারপুলকে দেখা যায় ছন্নছাড়া ফুটবল খেলতে। দাপট দেখাতে থাকে ইন্টার। এর মাঝেই একটা ধাক্কা খায় লিভারপুল। অ্যাংকেলে চোট পেয়ে উঠে যান দিয়েগো জোটা, তাঁর জায়গায় নামেন ফিরমিনো। এরপরেও ইন্টার দেখাচ্ছিলো দাপট।
দ্বিতীয়ার্ধে নিজেদের একটু গুছিয়ে নিয়ে খেলতে শুরু করে লিভারপুল। ম্যাচের ৭৫ মিনিটে খুলে যায় ক্লপের ভাগ্য। অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে মাথা ছুঁইয়ে ফিরমিনো এগিয়ে দেন ক্লপদের। আট মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় লিভারপুল। এবার বক্সের ভেতর থেকে দিকবদল করা শটে বল জালে জড়িয়ে দেন ইজিপ্টের সেনসেশন মহম্মদ সালাহ। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই সান সিরোতে জয় তুলে নেয় অলরেডসরা।
অন্য ম্যাচে বড় চমক দেখায় নবাগত সালজবুর্গ। ম্যাচের ২১ মিনিটেই আদামুর গোলে এগিয়ে গিয়েছিল সালজবুর্গ। এরপর চেষ্টা করেও আর গোল শোধ করতে পারছিলো না বায়ার্ন। অবশেষে ৯০ মিনিটের মাথায় কিংসলে কোম্যানের গোলে ড্র করে বাভেরিয়ানরা। ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন