UCL: সেমিফাইনালে আনচেলত্তির রিয়ালের বিপক্ষে নামছে গার্দিওলার সিটি, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

দুই লেগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামছে রিয়াল। গার্দিওলা বনাম আনচেলত্তি, মড্রিচ বনাম ব্রুইন, বেনজেমা বনাম লাপোর্তো - সবমিলিয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
আনচেলত্তি এবং গার্দিওলা
আনচেলত্তি এবং গার্দিওলাফাইল ছবি
Published on

ইউরোপীয়ন ফুটবলে আজ দিবাগত রাতে মহাসংগ্রাম। ফুটবলকে যারা ভালোবাসে তাঁদের কেউই হয়তো আজকে উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের ম্যাচটি মিস করতে চাইবেন না। তার কারণ ইউরোপের দুই ভিন্ন লীগের দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে এতিহাদ স্টেডিয়ামে। দুই লেগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। গার্দিওলা বনাম আনচেলত্তি, মড্রিচ বনাম কেভিন ডি ব্রুইন, ফোডেন বনাম মিলিটাও, বেনজেমা বনাম লাপোর্তো - সবমিলিয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষায় রয়েছে ফুটবল ভক্তরা।

ভারতীয় সময় রাত ১২ টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এটি সিটিজেনদের বিপক্ষে লস ব্ল্যাঙ্কোসদের সপ্তম সাক্ষাত। ছ'বারের মুখোমুখিতে প্রথম চার বার রিয়ালকে হারাতে পারেনি সিটি। তবে শেষ দু' বার রিয়ালকে হারিয়েছে তারা। ২০১৯-২০ মরশুমে শেষ ষোলোতে ৪-২ অ্যাগ্রিগেটে জেতে পেপ গার্দিওলার দল। রিয়াল শেষ তিন বারের একবারও এতিহাদ থেকে জিতে আসতে পারেনি।

পেপ গার্দিওলা দু'বার চ্যাম্পিয়নস লীগের আসর থেকে রিয়ালকে ছিটকে দিয়েছেন। ২০১০-১১ মরশুমের সেমিফাইনালে বার্সার কোচ হিসেবে রিয়ালকে হারান তিনি। এরপর সিটির দায়িত্ব নিয়ে ২০১৯-২০ মরশুমে। এবার হারিয়ে তৃতীয়বার রিয়ালকে নক আউট করার সুযোগ গার্দিওলার সামনে। তবে আনচেলত্তির রিয়ালকে হারানো সহজ কাজ নয়। যদিও ৬ বারের সাক্ষাতে ৪ বার জিতেছেন গার্দিওলাই।

সিটিজেনদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের এই ফরাসী স্ট্রাইকার রয়েছেন স্বপ্নের ফর্মে। সব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৯ গোল করেছেন বেনজেমা। এর মধ্যে চ্যাম্পিয়নস লীগে ৯ ম্যাচে করেছেন ১২ গোল। শেষ ষোলোতে পিএসজি ও কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির মাঠে হ্যাটট্রিক করে ব্যবধান গড়ে দেন তিনি। কোয়ার্টারের দ্বিতীয় লেগেও গোল করেছেন বেনজেমা। তাই গোলের মধ্যে থাকা বেনজেমাই এখন সিটির ভীতি। তবে ফিল ফোডেন, কেভিন ডি ব্রুইনরাও ইউরোপ মাতিয়ে চলেছেন। সবমিলিয়ে এক থ্রিলিং ম্যাচের অপেক্ষায় ফুটবল সমর্থকেরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in