উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো ইন্টার মিলান। দুই দলই খেললো আগ্রাসী ফুটবল। তবে ম্যাচের ১১ মিনিটেই এসি মিলানকে স্তব্ধ করে ২-০ গোলে এগিয়ে যায় সিমোনে ইনজাঘির দল।
ইন্টারের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন এডেন জেকো এবং হেনরিখ মিখিতারিয়ান। সান সিরোতে ম্যাচের অষ্টম মিনিটে হাকান শালানলুর কর্নার থেকে গোলের খাতা খুলে ইন্টার। পেনাল্টি বক্সে মিলান ডিফেন্ডার ক্যালাব্রিয়ার পিছনে দাঁড়িয়ে থাকা এডিন জেকো মিলানের জালে বল জড়িয়ে দেন।
এই গোলের তিন মিনিট বাদে ফের গোলের দেখা পায় ইন্টার। ফেদেরিখো ডিমার্কোর কাছ থেকে পাওয়া বল ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মিখিতারিয়ান। ২-০ গোলে এগিয়ে থাকা ইন্টারের বিরুদ্ধে প্রথমার্ধে সেভাবে আক্রমণ করতে পারেনি এসি মিলান।
তবে দ্বিতীয়ার্ধে স্টিফানো পিয়লির দল ইন্টারকে বেশ নাজেহাল করে তোলে। ৬৪ মিনিটে টোনালির একটি শট বারে লেগে ফিরে আসে। এর বাইরেও গোল দেওয়ার মতো বেশ কিছু সুযোগ তৈরি করে এসি মিলান। কিন্তু গোলের দেখা আর পায়নি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের লীড বজায় রেখে মাঠ ছাড়ে ইন্টার।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচবারের দেখায় এই প্রথম মিলানকে হারাতে পারলো ইন্টার। আগের চার দেখায় দুবার জিতেছিল মিলান, অন্য দুটি ড্র হয়েছিল। দুই দলের মধ্যে সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। এই ম্যাচে ড্র করলেই ফাইনালের টিকিট পাবে সিমোনে ইনজাঘির দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন