UCL: বেনফিকাকে হারিয়ে সেমিতে এক পা বাড়িয়ে রাখলো লিভারপুল, এতিহাদে অ্যাটলেটিকোকে হারালো সিটি

এতিহাদে ১-০ গোলে উতরে গেলেও দ্বিতীয় লেগে অ্যাটলেটিকোর ঘরের মাঠে এই লীড কি ধরে রাখতে পারবে সিটিজেনরা?
UCL: বেনফিকাকে হারিয়ে সেমিতে এক পা বাড়িয়ে রাখলো লিভারপুল, এতিহাদে অ্যাটলেটিকোকে হারালো সিটি
ছবি - সংগৃহীত
Published on

উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে এক পা বাড়িয়ে রাখলো য়ুর্গেন ক্লপের লিভারপুল। গতরাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বেনফিকাকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে অলরেডসরা।

অপর ম্যাচে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠ এতিহাদে ১-০ গোলে জয় নিয়ে এগিয়ে থাকলো পেপ গার্দিওলাদের ম্যান সিটি। পর্তুগালের লিসবনে গতকাল দিবাগত রাতে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ১৭ মিনিটের মাথায় অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে প্রথম গোলটি করেন ইব্রাহিম কোনাতে। ৩৪ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। লুইস দিয়াজের ক্রস থেকে এই গোলটি করেন সেনেগাল মহাতারকা সাদিও মানে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সাথে সাথেই অবশ্য একটি গোল পরিশোধ করে লিভারপুলকে চাপে ফেলেছিলো বেনফিকা। ৪৯ মিনিটে পর্তুগীজ ক্লাবটির হয়ে গোল করেন ডারউইন নুনেজ। তবে এরপর আর গোল পরিশোধ করতে পারেনি বেনফিকা। ৮৭ মিনিটের মাথায় লুইস দিয়াজের গোলে লিভারপুল ব্যবধান আরও বাড়িয়ে নেয়। ৩-১ ব্যবধানে জয় অর্জন করে দ্বিতীয় লেগের আগেই সেমিতে কার্যত এক পা বাড়িয়ে রাখলো ক্লপের দল।

অন্য ম্যাচে ফুটবলীয় মতাদর্শের দিক দিয়ে দুই ভিন্ন সম্পূর্ণ দুই মেরুর বাসিন্দা দিয়েগো সিমিওনে এবং পেপ গার্দিওলার লড়াইয়ে এতিহাদে জয় পেলো ম্যান সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে একমাত্র গোলটি করেন কেভিন ডি ব্রুইন।

এতিহাদে ১-০ গোলে উতরে গেলেও দ্বিতীয় লেগে অ্যাটলেটিকোর ঘরের মাঠে এই লীড কি ধরে রাখতে পারবে সিটিজেনরা? অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচের সম্পূর্ণ রোমাঞ্চ এখন দ্বিতীয় লেগে।

UCL: বেনফিকাকে হারিয়ে সেমিতে এক পা বাড়িয়ে রাখলো লিভারপুল, এতিহাদে অ্যাটলেটিকোকে হারালো সিটি
FIFA World Cup 22: 'হায়া হায়া' সুরে মাতবে কাতার বিশ্বকাপ, প্রকাশিত প্রথম অফিসিয়াল সাউন্ড ট্র্যাক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in