UCL : ম্যানচেস্টারের বৃষ্টিতে দিশেহারা বায়ার্ন, সেমিতে এক পা দিয়েই রাখলো সিটি

আগামী ২০ ই এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। খেলাটি হবে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনাতে।
আর্লিং হলান্ড
আর্লিং হলান্ডছবি - আর্লিং হলান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ
Published on

নিজেদের ঘরের মাঠ এতিহাদে টমাস টুখেলের বায়ার্নকে নাস্তানাবুদ করে ছাড়লো গার্দিওলার সিটি। শুরুটা হাড্ডাহাড্ডি ভাবে হলেও সময় বাড়ার সাথে সাথে ছন্নছাড়া হয়ে পড়ে জার্মান জায়ান্টরা। ম্যাঞ্চেস্টারের মুষলধারার বৃষ্টিই যেনো দিশেহারা করে দেয় বাভেরিয়ানদের। রদ্রি, বার্নার্ডো সিলভা এবং আর্লিং হলান্ডের গোলে ৩-০ ব্যবধানে প্রথম লেগ জিতে সেমিফাইনালে কার্যত এক পা বাড়িয়েই রাখলো ম্যানচেস্টার সিটি।

ম্যাঞ্চেস্টারে এদিন শুরু থেকেই পড়তে থাকে মুষলধারে বৃষ্টি। দুই দল এই পরিস্থিতিতে নিজেদের মাঠে একটু গুছিয়ে নিতেই চেয়েছিল। প্রথম ২০ মিনিটের খেলায় অন্তত তাই মনে হয়। এরপর অবশ্য নিজেদের মাঠে খেলা নিজেদের নিয়ন্ত্রণে করে নেয় সিটি। বাভেরিয়ানদের সমস্ত ট্যাকটিকসই ব্যর্থ হয়।

প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে এডারসনকে পরাস্ত করেন রদ্রি। প্রথমার্ধে এই লীড ধরে রাখার পর দ্বিতীয়ার্ধে খেলতে নামে গার্দিওলার ছাত্ররা। সেকেন্ড হাফের শুরুতে বায়ার্ন সমতা ফিরে পাওয়ার জন্য বেশ কয়েকটি আক্রমণ তোলে। কিন্তু অল্প সময়ের মধ্যেই ফের ম্যাচের রাশ টেনে ধরে সিটি। ৭০ মিনিটের মাথায় আর্লিং হলান্ডের ক্রস থেকে বায়ার্নের জালে দ্বিতীয় গোলটি জড়ান বার্নার্ডো সিলভা। এর ছ'মিনিট বাদে ফের গোল পায় সিটি। শেষ গোলটি করেন হলান্ড।

আগামী ২০ ই এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। খেলাটি হবে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনাতে।

উয়েফা চ্যাম্পিয়নস লীগের অন্য কোয়ার্টার ফাইনালে গতকাল বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের রাস্তা সহজ করে রেখেছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে একটি করে গোল করেছেন নিকোলো বেরেল্লা এবং রোমেলু লুকাকু।

আর্লিং হলান্ড
লক্ষ্য শক্তিশালী ফরোয়ার্ড লাইন, অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপারকে দলে নিতে চলেছে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in