অ্যাটলেটিকো মাদ্রিদ যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রিয় প্রতিপক্ষ তা আর বলার অপেক্ষা রাখে না। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাটলেটিকোর বিপক্ষে ৩৫ ম্যাচে ২৫ টি গোল এবং ৯ টি অ্যাসিস্ট রয়েছে পর্তুগীজ মহাতারকার। যার মধ্যে রয়েছে ৩ টি হ্যাটট্রিকও। তবে গতরাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে মেট্রোপালিটানোতে সেই ছন্দে দেখা যায়নি রোনাল্ডোকে। আলো ছড়াতে পারেননি লুইস সুয়ারেজরাও। ম্যাচের মধ্যে দাপট দেখিয়েছে দুই পক্ষের তরুণরাই। ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে নির্ভর করছে দুই দলের পরের রাউন্ডের ভাগ্য। অন্যদিকে সেবাস্টিয়ান আলেয়ারের আত্মঘাতী গোলে বেনফিকার বিপক্ষে ২-২ ব্যবধানে সমতা নিয়ে মাঠ ছেড়েছে অ্যাজাক্স।
অ্যাটলেটিকোর ঘরের মাঠে খেলা শুরুর সাথে সাথেই এগিয়ে যায় দিয়েগো সিমিওনেরা। ম্যানচেস্টার ইউনাইটেড খেলায় থিতু হওয়ার আগেই সাত মিনিটের মাথায় রেনান লোদির ক্রস থেকে দুরন্ত হেডারে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন তরুণ পর্তুগীজ তারকা জোয়াও ফেলিক্স। এরপর প্রথমার্ধে ম্যান ইউর থেকে অ্যাথলেটিকোকেই বেশি আক্রমণাত্মক লাগে।
দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেড সুযোগ তৈরি করার চেষ্টা করলেও ঠিক সফল হয়ে উঠতে পারছিলো না। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে এসে জ্যান ওবলাককে পরাস্ত করে রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের থ্রু পাশ থেকে বল পেয়ে আলতো ভাবে অ্যাটলেটিকোর জালে জড়িয়ে দেন ১৯ বর্ষীয় তরুণ প্রতিভা অ্যান্থনি এলেঙ্গা। এলেঙ্গার গোলেই স্থির হয় ম্যাচের ভাগ্য। ১-১ ব্যবধানেই শেষ হয় প্রথম লেগ।
চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর অন্য ম্যাচে বেনফিকার বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ডাচ চ্যাম্পিয়ন অ্যাজাক্সকে। এই ম্যাচে দুসন টাদিকের ১৮ মিনিটের গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। তবে ২৬ মিনিটে সেবাস্টিয়ান আলেয়া আত্মঘাতী গোল করে বেনফিকাকে সমতা এনে দেন। এর ঠিক তিন মিনিট বাদেই অবশ্য সেবাস্টিয়ানই গোল করে ফের এগিয়ে দেন অ্যাজাক্সকে। তবে শেষ পর্যন্ত এই লীড ধরে রাখা যায়নি। ৭২ মিনিটে বেনফিকাকে সমতা এনে দেন রোমান ইয়ারেমচুক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন