নিজেদের ইতিহাসে প্রথমবারের মত উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নাপোলি। ১৭ বছর পর ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের এক আসরে ইতালির তিন ক্লাব শেষ আটে। অন্যদিকে শেষ আটে এক পা বাড়িয়ে রাখা রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগে জয় তুলে নিয়ে সহজেই পরের রাউন্ডে পা রাখলো।
উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে এর আগে কখনই জায়গা করে নিতে পারেনি ইতালির ক্লাব নাপোলি। চলতি মরশুমে দুর্দান্ত ফুটবল খেলে তারা পৌঁছে গেল শেষ আটে। শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে ফ্রাঙ্কফুর্টকে ৫-০ গোলের ব্যবধানে হারালো তারা। প্রথম লেগে ফ্রাঙ্কফুর্টের ঘরের মাঠে ২-০ গোলে জয় নিয়ে এসেছিল নাপোলি। দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে সফরকারীদের হারালো ৩-০ গোলে। টুর্নামেন্টের ডার্ক হর্স ধরা হচ্ছে তাদের। গতরাতে নাপোলির হয়ে জোড়া গোল করেছেন ভিক্টর ওসিমেন। একটি গোল করেছেন জিলেনেস্কি।
নাপোলি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় ১৭ বছর পর ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের এক আসরে ইতালির তিন ক্লাব গেল শেষ আটে। শেষবার ২০০৫-০৬ মরশুমে তিন কোয়ার্টার ফাইনালিস্ট ছিল এসি মিলান, ইন্টার মিলান আর জুভেন্টাস। এবার ইন্টার এবং এসির সাথে শেষ আটে নাপোলি।
অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দুই লেগ মিলিয়ে লিভারপুলকে হারালো ৬-২ এগ্রিগেটে। প্রথম লেগে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ৫-২ গোলের জয় পেয়েছিল আনচেলত্তির দল। শেষ লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল করিম বেনজেমার একমাত্র গোলে অল রেডসদের হারিয়ে জয় তুলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
একনজরে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের আট দল-
বায়ার্ন মিউনিখ, বেনফিকা, চেলসি, ইন্টার মিলান, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, নাপোলি এবং রিয়াল মাদ্রিদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন