বার্সা পারেনি, কিন্তু রিয়েল পেরেছে। পিএসজির কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে গেছে মেসিরা। তবে অন্যদিকে, আটলান্টাকে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদ। প্রথম লীগের ম্যাচে আটলান্টার ঘরের মাঠে ১-০ ব্যবধানে জয় পায় রিয়েল। গতরাতে আলফ্রেডো ডি স্টেফানোতে ৩-১ ব্যবধানে ইতালিয়ান ক্লাবটিকে উড়িয়ে ৪-১ এগ্রিগেটে শেষ আটে পৌঁছে যায় রামোস, মড্রিচ, ভিনিসিয়াসরা।
গত রাতে প্রথমার্ধের ৩৪ মিনিটে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। ক্রোয়েট মিডফিল্ডার লুকা মড্রিচের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। প্রথমার্ধে এই লীডই ধরে রাখে রিয়েল।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আবার গোল আসে রিয়েলের। পেনাল্টি উপহার পাওয়ার পর স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি অধিনায়ক সার্জিও রামোস। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের ৮৩ মিনিটে লুইস মুরেল আটলান্টার হয়ে একটি মাত্র গোল করে ব্যবধান কমান। তবে এর ঠিক পরের মুহূর্তেই লুকাস ভাসকেসের পাসে দুরন্ত এক গোল করে আটলান্টার কফিনে শেষ পেরকটি পুঁতে দেন মার্কো অ্যাসেনসিও উইলিয়ানস। ৩-১ ব্যবধানে সহজ জয় তুলে নেয় জিদান বাহিনী।
রিয়েল এদিন অন্তত আরও দুই গোল নিজেদের স্কোর লাইনে যোগ করতে পারতো। তবে ভিনিসিয়াসের সহজ মিস এবং জিদানের বল বার পোস্টে লেগে ফিরে আসায় তা সম্ভব হয়নি। পুরো ম্যাচেই এদিন আধিপত্য দেখায় রিয়েল। আটলান্টা কার্যত পাত্তাই পায়নি। ইতালিয়ান ক্লাবটি বেশ কয়েকটি আক্রমণ করলেও রিয়েলের রক্ষণভাগ খুব সহজেই তা প্রতিহত করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন