রিয়াল মাদ্রিদ ইউরোপীয়ন প্রতিযোগীতার ফাইনাল হারেনা। অন্ততঃ শেষ চার দশকের ইতিহাস সেই কথাই বলছে। গতরাতে সেই ইতিহাসকে আরও মজবুত করলো লস ব্ল্যাঙ্কোসরা। আবারও একবার লিভারপুলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের খেতাব জিতে নিলো তারা। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলেই ১৪ তম চ্যাম্পিয়নস লীগ খেতাব জয় রিয়াল মাদ্রিদের।
ইউরোপ সেরার লড়াইয়ে কার্লো আনচেলত্তির কাছে হার মানলেন য়ুর্গেন ক্লপ। ২০১৮ সালে ফাইনালে হারের বদলা নেওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন মহম্মদ সালাহ, সাদিও মানেরা। কিন্তু থিবো কার্তোয়া এদিন যেভাবে তেকাঠির নীচে অতিমানবীয় রূপে দাঁড়িয়েছিলেন, ক্লপের দল বেলজিয়ান গোলকিপারকে পরাস্ত করে জালে বল জড়াতেই পারলো না।
দর্শকদের বিলম্বিত প্রবেশের কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৪৫ মিনিট দেরিতে শুরু হয় উয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল ম্যাচ। খেলা শুরুর সাথে সাথেই দুই দল আক্রমণ শুরু করে। প্রথমার্ধের প্রতিটা মিনিট জুড়েই ছিলো উত্তেজনা। তবে প্রথম হাফে গোলের মুখ খুলতে পারেনি কোনো দলই।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ফের সেয়ানে সেয়ানে লড়াই চলে। তবে ৫৯ মিনিটের মাথায় লিভারপুলের জালে বল জড়িয়ে দেয় রিয়াল। ফ্রেডরিকো ভালভার্দের বাড়ানো পাস থেকে ব্ল্যাঙ্কোসদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান বিস্ময় ভিনিসিয়াস জুনিয়র। লিভারপুল এই গোল পরিশোধ করার অনেক চেষ্টা করলেও থিবো কার্তোয়াকে পরাস্ত করতে পারেনি। শেষ পর্যন্ত ভিনিসিয়াসের গোলের লীড বজায় রেখে ইউরোপ সেরার খেতাব তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন