স্প্যানিশ লা লিগায় দুরন্ত গতিতে ছুটছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই অ্যাটলেটিকোর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেলো চেলসি। ব্লুজদের হয়ে একটি মাত্র গোল করেন অলিভার জিরুড। এই গুরুত্বপূর্ণ জয় কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে দিলো ইংলিশ ক্লাবটিকে।
চলতি ইপিএল মরশুমে শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলছিলো চেলসি। বাধ্য হয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বিদায় জানিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে আনা হয় প্যারিস সাঁ জার্মেইনের প্রাক্তন কোচ টমাস টুখেলকে। টুখেল আসার পর থেকেই চেলসি ফিরে পেয়েছে ছন্দ। তাঁর অধীনে টানা আট ম্যাচ অপরাজিত থাকলো ব্লুজরা।
এদিন পুরো ম্যাচেই দাপট দেখায় জর্জিনহো, টিমো ওয়ের্নার, ম্যাসন মাউন্ট, অলিভার জিরুডরা। অ্যাটলেটিকোর বিপক্ষে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। অ্যাটলেটিকোর ঘরের মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারনে তা সম্ভব হয়নি। ম্যাচ অনুষ্ঠিত করা হয় রোমানিয়ার ন্যাশনাল এরেনাতে।
এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে গোলের দেখা পায় চেলসি। ফরাসী তারকা ফরোয়ার্ড অলিভার জিরুডের দুরন্ত গোল জয় এনে দেয় টুখেলকে।
এই দুই দল দ্বিতীয় লীগে মুখোমুখি হচ্ছে ১৮ ই মার্চ। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেলসির হোম গ্রাউন্ড স্ট্যামফোর্ড ব্রিজে। দিয়েগো সিমিওনেরা কি পারবে ঘুরে দাঁড়াতে! নাকি কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে ব্লুজরাই। অপেক্ষা সময়ের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন