UEFA: যুদ্ধের জের, রাশিয়া থেকে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনাল সরানো হলো প্যারিসে

ভেন্যু পরিবর্তন করা হলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে। সেন্ট ডেনিসে অবস্থিত স্টাড দে ফ্রান্সে পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী ২৮ শে মে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।
বৃহস্পতিবার বার্সেলোনা বনাম নাপোলির ম্যাচের আগে যুদ্ধ বন্ধের আবেদন খেলোয়াড়দের
বৃহস্পতিবার বার্সেলোনা বনাম নাপোলির ম্যাচের আগে যুদ্ধ বন্ধের আবেদন খেলোয়াড়দেরছবি বার্সেলোনার ট্যুইটার থেকে সংগৃহীত
Published on

জল্পনা শুরু হয়ে গিয়েছিলো। এবার সেই জল্পনাই সত্যি হলো। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পরেই পরিবর্তন করা হলো উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের থেকে সরিয়ে ইউরোপ সেরা টুর্নামেন্টের ফাইনাল আনা হয়েছে প্যারিসে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম এরিনায় এই মরশুমের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে ২৪ ফেব্রুয়ারী রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি বদলে যায়। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা দ্রুত ফাইনালের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে উয়েফাকে। যে কারণে শুক্রবার জরুরি বৈঠকের ডাক দেয় উয়েফা। এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর উয়েফা সিদ্ধান্ত নেয় রাশিয়ার পরিবর্তে প্যারিসে ফাইনাল অনুষ্ঠিত করার।

ভেন্যু পরিবর্তন করা হলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে। সেন্ট ডেনিসে অবস্থিত স্টাড দে ফ্রান্সে পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী ২৮ মে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। এতো দ্রুত চ্যাম্পিয়নস লীগের ফাইনাল আয়োজন করার জন্য ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানিয়েছেন উয়েফা কর্তৃপক্ষ।

উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনাল শুধু নয়, মার্চে রাশিয়াতে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলার জন্যও আপত্তি জানায় সুইডেন, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। তবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি উয়েফা। রাশিয়া এবং ইউক্রেনের ক্লাব তথা জাতীয় দলের কোনো ম্যাচ হলে তা নিরপেক্ষ স্থানে আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বার্সেলোনা বনাম নাপোলির ম্যাচের আগে যুদ্ধ বন্ধের আবেদন খেলোয়াড়দের
অগ্নিগর্ভ ইউক্রেন – দায় কার ? এই যুদ্ধকে এড়ানো সম্ভব ছিল ? উত্তরগুলো সহজ না

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in