UEFA Champions League: ইস্তানবুলে ইতিহাস, বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লীগ জিতল ম্যানচেস্টার সিটি

ইন্টার বেশ কিছু সহ সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৬৮ মিনিটের মাথায় বাজিমাৎ করেন।
চাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
চাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছবি - সিটির অফিসিয়াল ফেসবুক পেজ
Published on

বহু আরাধ্য উয়েফা চ্যাম্পিয়নস লীগের খেতাব জিতলো ম্যানচেস্টার সিটি। নিজেদের ১৪৩ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার। ইস্তাম্বুলের আতার্তুক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে ইউরোপীয়ন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় খেতাবটি জিতেছে পেপ গার্দিওলার দল। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন রদ্রি। আর চ্যাম্পিয়নস লীগ জয়ের সাথে সাথেই ম্যানচেস্টার ইউনাইটেডের পর মাত্র দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে 'ট্রেবল' জয়ের নজির গড়লো সিটি।

ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি পেপ গার্দিওলার দল। সিটির থেকে বরং ইন্টারই ভালো খেললো। তবে ভালো খেলে কি হবে! জয়ের জন্য তো গোলের প্রয়োজন। ইন্টার বেশ কিছু সহ সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৬৮ মিনিটের মাথায় বাজিমাৎ করেন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই দলই একটু ঝুঁকি নিয়ে খেলতে শুরু করে। ম্যাচের ৫৯ মিনিটে একটা ব্যাক পাস নিজে না ধরে গোলরক্ষক এডারসনের জন্য ছেড়ে দেন সিটি ডিফেন্ডার ম্যানুয়াল আকাঞ্জি। কিন্তু মাঝপথেই সেই বল পেয়ে যান ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লউটারো মার্টিনেজ। তাঁর সামনে তখন এডারসন একা। মার্তিনেজের সেই শট ঠেকিয়ে সিটিকে সেই যাত্রায় বাঁচিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। বড় সুযোগ হাতছাড়া করে ইন্টার।

বড় সুযোগ হাতছাড়া করার দশ মিনিট বাদেই কপাল পুড়ে ইন্টারের। ইস্তাম্বুলের আতার্তুক স্টেডিয়ামের দর্শকরা তখন গোল দেখার জন্য ছটফট করছে। ম্যাচের ৬৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি পাস বাড়ান ডানদিকে ফাঁকায় থাকা বার্নার্ডো সিলভার পায়ে। সিলভার ক্রস ইন্টারের এক খেলোয়াড়ের গায়ে লেগে যায় রদ্রির পায়ে। ইন্টারের জালে বল জড়িয়ে দেন রদ্রি।

এক গোলে পিছিয়ে পড়া ইন্টার পর মুহূর্তেই সমতা ফিরে পাওয়ার সুযোগ পেয়েছিল। তবে ডিমার্কোর হেড ক্রসবারে লেগে ফিরে আসার পর সহজ বল পেয়েও গোল করতে পারেননি লুকাকু। বলের সামনে পড়ে যান বেলজিয়ান তারকা। এরপর ম্যাচের ৮৯ মিনিটে রবিন গোসেন্স দারুণ এক কাটব্যাক করে বল দিয়েছিলেন লুকাকুর সামনে। লুকাকুর সামনে তখন শুধু সিটি গোলরক্ষক। দুই পাশে ফাঁকা জায়গা। কিন্তু ইন্টার স্ট্রাইকার হেড নিলেন একেবারে এডারসনের শরীর বরাবর। আর এই মিসের সাথে সাথেই শিরোপা জয়ের আশাও শেষ হয়ে যায় ইন্টারের।

চাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
UEFA Europa Conference League: দীর্ঘ ৫৮ বছর পর কোনও ইউরোপীয়ান খেতাব জয় ওয়েস্ট হ্যামের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in