UEFA চ্যাম্পিয়ন্স লীগ: লাজিওকে বড়ো ব্যবধানে হারালো বায়ার্ন মিউনিখ
অ্যাওয়ে ম্যাচে লাজিওকে উড়িয়ে দিয়ে ৪-১ ব্যবধানে বড় জয় অর্জন করলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লীগের ম্যাচে গতরাতে রোমে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে ইতালিয়ান ক্লাবটিকে কার্যত পাত্তাই দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাভেরিয়ানরা। ৪-১ ব্যবধানে বড় জয়ে কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় হানসি ফ্লিকের দল।
এদিন শুরু থেকেই লাজিওকে চেপে ধরে বায়ার্ন। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। শুরুর ৯ মিনিটেই রবার্ট লেভনডস্কির গোলে এগিয়ে যায় তারা। এই গোলটি পোলিশ সেনসেশনের চ্যাম্পিয়নস লীগে করা ৭২ তম গোল। তিনি পেছনে ফেলেছেন রিয়েল মাদ্রিদ লিজেন্ড রাউল গনজালেজকে। সেইসঙ্গে হয়ে গেছেন চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ১৩৪ টি গোল করে প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং দ্বিতীয় স্থানে থাকা লিও মেসি করেছেন ১১৯ টি গোল।
প্রথম গোলের ঠিক অল্প সময় বাদেই ২৪ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় হানসি ফ্লিকের ছেলেরা। এবার গোল করেন লেরয় সানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্নের স্কোর লাইনে আরও একটি গোল যোগ হয়। তবে এবার গোল করেন লাজিও ফুটবলার। ৪৭ মিনিটে ফ্রান্সেসকো অ্যাকের্বি আত্মঘাতী গোল করে বসেন। ৪৯ মিনিটে লাজিওর হয়ে একটিমাত্র গোল করেন জোয়াকিন কোরেয়া।
এই দুই দল দ্বিতীয় লীগে মুখোমুখি হচ্ছে ১৮ ই মার্চ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন