ফাইনর্ডকে হারিয়ে কনফারেন্স লীগ ঘরে তুললো ইতালিয়ান ক্লাব রোমা। দীর্ঘ ৬১ বছর পর ইউরোপীয়ন শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে ইতালির রাজধানী ক্লাবটি। এর আগে সবশেষ ১৯৬১ সালে ফেয়ার্স কাপের শিরোপা জিতেছিল তারা। আলবানিয়ার তিরানায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডাচ দল ফেইনুর্ডকে হারিয়ে কনফারেন্স লীগ খেতাব জিতলো জোসে মরিনহোর ব্রিগেড।
নিকোলো জানিওলোর একমাত্র গোলে ফেইনুর্ডকে হারিয়েছে রোমা। এই জয়ের সাথে সাথেই ইতিহাস গড়লেন জোসে মরিনহো। তিনিই একমাত্র কোচ যিনি চারটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ইউরোপিয়ান শিরোপা জেতার নজির স্থাপন করেছেন। এছাড়া প্রথম ম্যানেজার হিসেবে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ তিন শিরোপা উয়েফা চ্যাম্পিয়নস লীগ, উয়েফা ইউরোপা লীগ এবং উয়েফা কনফারেন্স লীগ জয়ের নজির গড়ে ফেললেন পর্তুগীজ কোচ।
ফাইনালে ফেইয়েনুর্ড রটারডামের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় রোমা। এই সময় জিয়ানলুকা মানচিনি মাঝ মাঠের একটু সামনে থেকে বল বাড়িয়ে দেন ফেইনুর্ডের বক্সে। সেখানে বলটি অনবদ্য ভাবে রিসিভ করে ফেইনুর্ডের গোলরক্ষক জাস্টিন বিজলোকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন জানিওলো। দ্বিতীয়ার্ধে ফেইনুর্ড আক্রমণের ঝাঁঝ বাড়ালোও গোল পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত এক গোলের লীড ধরে রেখেই শিরোপা জিতে নেয় রোমা।
ম্যাচ জয়ের পর অশ্রুসিক্ত চোখে মরিনহো বলেন, "মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। রোমায় মাত্র ১১ মাস হলো এসেছি। তবে আসার পরই বুঝতে পেরেছিলাম সমর্থকেরা এমন একটা মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ছেলেদের বলেছিলাম, রাতটা ইতিহাস লেখার, আমাদের ইতিহাস লিখতে হবে এবং আমরা তা পেরেছি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন