সোমবার মধ্যরাতে উয়েফা ইউরোর ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও ক্রোয়েশিয়া। অন্যদিকে স্পেনকে হারিয়ে সেমিফাইনালের ওঠার আশা জিইয়ে রাখতে চাইছে আলবেনিয়া।
আজ মধ্যরাতে গ্রুপ বি-তে স্পেন বনাম আলবেনিয়া এবং ইতালি বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ রয়েছে। এই গ্রুপ থেকে পর পর ২ ম্যাচ জিতে ইউরোর শেষ ১৬-তে আগেই পৌঁছে গেছে স্পেন। ইতালির রয়েছে ৩ পয়েন্ট। আলবেনিয়া (গোল পার্থক্য -১) এবং ক্রোয়েশিয়ার (-৩) রয়েছে ১ পয়েন্ট।
আজকের ম্যাচে ইতালিকে হারাতে পারলে ক্রোয়েশিয়ার হবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে স্পেন এবং আলবেনিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়াকে। কারণ স্পেনকে যদি আলবেনিয়া হারায় তাহলে গোল পার্থক্যের বিচারে আলবেনিয়া সেমি ফাইনালে চলে যাবে। আর ইতালি জিততে পারলে আলবেনিয়া ও ক্রোয়েশিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
দুটো ম্যাচই একই সময়ে হওয়ার কারণে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন সমর্থকরা। বিশেষজ্ঞদের মতে স্পেন যে ছন্দে রয়েছে তাতে আলবেনিয়াকে হারানো সহজ হবে।
অন্যদিকে ইউরোর গ্রুপ-ই-র অবস্থা হাড্ডাহাড্ডি। কারণ চার দলেরই পয়েন্ট ৩। রোমানিয়া, বেলজিয়াম, ইউক্রেন এবং স্লোভাকিয়া রয়েছে এই গ্রুপে। বুধবার রাত ৯.৩০ মিনিটে স্লোভাকিয়া খেলবে রোমানিয়া এবং বেলজিয়াম খেলবে ইউক্রেনের বিরুদ্ধে। দুটি ম্যাচের বিজয়ীরা সুযোগ পাবে পরের রাউন্ডে ওঠার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন