UEFA EURO 2024: ইউরো ২৪ ফাইনালে ইয়ামল জাদুর অপেক্ষায় ফুটবল বিশ্ব

People's Reporter: এবারের ইউরো কাপে ইয়ামল এখনও পর্যন্ত ৬টি ম্যাচে খেলেছেন এবং গোল করেছেন ১টি। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে। ৬ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ১টি এবং তাঁর গোলে সহায়তা আছে ৩টি।
সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামল
সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামলছবি Selección Española Masculina de Fútbol এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

আর কিছুক্ষণ পরেই ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই শক্তিধর দেশ স্পেন এবং ইংল্যান্ড। যে ম্যাচে সকলের নজর স্পেনের কিশোর ফুটবলার লামিনে ইয়ামলের ওপর। মাঠে তাঁর দক্ষতা, বল দখলের লড়াই, গোল ক্ষুধা ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছে আপামর ফুটবলপ্রেমী জনতার। আজ রাতে সারা বিশ্ব তাকিয়ে থাকবে ইয়ামলের ফুটবল দক্ষতা দেখার জন্য।

ছোটোবেলা থেকেই ফুটবল নিয়ে বেড়ে ওঠা ইয়ামল স্পেনের জাতীয় ফুটবল টিমের কোচের নজরে পড়ার পর ২০২২ সালেই তাঁকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়। তখন থেকেই তিনি ওই দলের অন্যতম সদস্য হয়ে উঠেছেন। এই মুহূর্তে ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ গোলদাতা।

গত ১৩ জুলাই জন্মদিন পেরিয়ে আসা ইয়ামলের এটাই প্রথম ফুটবলের কোনও বড়ো মঞ্চের ফাইনালে অংশগ্রহণ। যখন তাঁর বয়স মাত্র ১৭। বার্সেলোনায় এক উদ্বাস্তু পরিবারের সন্তান হয়ে জন্ম নিয়ে স্পেনের জাতীয় দলের তারকা ফুটবলার হয়ে ওঠা ইয়ামল বর্তমানে বহু ফুটবল যোদ্ধার রোল মডেল।

  • এবারের ইউরো কাপে ইয়ামল এখনও পর্যন্ত ৬টি ম্যাচে খেলেছেন এবং গোল করেছেন ১টি। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে। ৬ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ১টি এবং তাঁর গোলে সহায়তা আছে ৩টি।

  • ইউরো ২৪-এর কোয়ালিফাইং রাউন্ডে ইয়ামল খেলেছিলেন ৪টি ম্যাচ। যে ৪ ম্যাচে তিনি ২টি গোল করেছিলেন।

  • লা লিগায় তিনি এখনও পর্যন্ত মোট ৩৮টি ম্যাচ খেলেছেন এবং ৫ টি গোল করেছেন। গোল সহায়তা আছে ৫টি এবং মোট হলুদ কার্ড দেখেছেন ৩টি।

  • এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ এবং জোয়ান গ্যাম্পার ট্রফিতে তিনি মোট ম্যাচ খেলেছেন ১৩টি। যে ১৩ ম্যাচে তিনি গোল করেছেন ১টি। গোল সহায়তা আছে ৩টি ক্ষেত্রে এবং ২টি হলুদ কার্ড দেখেছেন।

ইয়ামলের পুরো নাম লামিনে ইয়ামল নাসরৌই ইবানা। ২০০৭ সালের ১৩ জুলাই তিনি স্পেনের বার্সেলোনার ক্যাটালোনিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরক্কান এবং মা ইকুয়াটোরিয়াল গায়নার।

ইউরো সেমিফাইনালে ইয়ামলের বিস্ময়কর গোলের পরেও তাঁর প্রতিবেশীরা ইয়ামলের এই দক্ষতায় একটুও অবাক নয়। বরং গোল করার পর হাতের আঙুল দিয়ে ‘৩০৪’ দেখানোয় তাঁরা উচ্ছ্বসিত। যে সাফল্য পেয়েও ইয়ামল তাঁর জন্মস্থানকে ভুলে যাননি। কারণ ইয়ামল যে জায়গায় বেড়ে উঠেছেন সেই রোকাফোন্ডার পোস্টাল কোড শেষ তিনটি সংখ্যা।

সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামল
UEFA EURO 2024: স্পেনের জয়ের নায়ক ইয়ামাল! 'স্প্যানিশ মেসি'র উত্থান ছিল নজরকাড়া
সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামল
UEFA EURO 2024: ইউরোর ফাইনালে ইংল্যান্ড, ম্যাচ হেরে রেফারিকে দুষলেন ডাচ অধিনায়ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in