UEFA EURO 2024: ফ্রান্সের মুখোমুখি নেদারল্যান্ডস, ডাচদের হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করতে মরিয়া এমবাপ্পেরা

People's Reporter: শেষ ৫ বারের মুখোমুখিতে এগিয়ে রয়েছে ফ্রান্স। ৩টি ম্যাচ জিতেছে ফ্রান্স এবং ১টি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস।
মাস্ক পরে অনুশীলনে এমবাপ্পে
মাস্ক পরে অনুশীলনে এমবাপ্পেছবি - ফ্রান্স ফুটবলের এক্স হ্যান্ডেল
Published on

শুক্রবার মধ্যরাতে আরও একটা বড় ম্যাচ হতে চলেছে ইউরোতে। মুখোমুখি হবে ফ্রান্স এবং নেদারল্যান্ডস। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে সমান পয়েন্টে রয়েছে।

শেষ ৫ বারের মুখোমুখিতে এগিয়ে রয়েছে ফ্রান্স। ৩টি ম্যাচ জিতেছে ফ্রান্স এবং ১টি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস। ১টি ম্যাচ ড্র হয়। সবক'টি ম্যাচই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা হয়েছিল।

অক্টোবর, ২০২৩: ফ্রান্স ২-১ নেদারল্যান্ডস (উয়েফা ইউরোপিয়ন চ্যাম্পিয়নশীপ কোয়ালিফায়ার্স)

মার্চ, ২০২৩: ফ্রান্স ৪-০ নেদারল্যান্ডস (উয়েফা ইউরোপিয়ন চ্যাম্পিয়নশীপ কোয়ালিফায়ার্স)

নভেম্বর, ২০১৮: নেদারল্যান্ডস ২-০ ফ্রান্স (উয়েফা নেশনস লিগ)

সেপ্টেম্বর, ২০১৮: ফ্রান্স ২-১ নেদারল্যান্ডস (উয়েফা নেশনস লিগ)

অগাস্ট, ২০১৭: ফ্রান্স ২-১ নেদারল্যান্ডস (উয়েফা ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ার্স)

ফ্রান্সের হয়ে এমবাপ্পের খেলা নিয়ে জল্পনা তৈরি হলেও কোচ দেশঁ জানান এমবাপ্পে থাকতে পারেন প্রথম একাদশেই। গত ম্যাচে নাকে আঘাত পেয়েছিলেন এমবাপ্পে। চোট এতটাই গুরুতর ছিল যে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে নামেন তিনি। এখনও পর্যন্ত ইউরোর মূল পর্বে গোল পাননি এমবাপ্পে। ফলে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি।

ফ্রান্সের তারকা ফুটবলার গ্রিজম্যান জানান, আমরা জয়ের জন্যই খেলতে নামবো। নেদারল্যান্ডস খুব ভালো দল। ম্যাচটা কঠিন হতে চলেছে। তবে আমরা সবাই নিজেদের ১০০ শতাংশ দিয়ে ৩ পয়েন্ট অর্জন করবো।

অন্যদিকে বৃহস্পতিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল স্পেন এবং ইতালি। আজ্জুরিদের রীতিমতো নাস্তানাবুদ করে স্পেনের তিকিতাকা ফুটবল। একাধিক সুযোগ তৈরি করলেও আত্মঘাতী গোলে জয় পায় স্পেন। ৫৫ মিনিটের মাথায় রিকার্ডো কালাফিয়োরির আত্মঘাতী গোলে পরাজিত হয় ইতালি। ইতালির গোলপোস্টের নীচে 'অনবদ্য' ডোনারুমা না থাকলে স্পেনের জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। এই জয়ের ফলে ইউরোর শেষ ১৬-তে উঠলো স্পেন।

মাস্ক পরে অনুশীলনে এমবাপ্পে
Trevor James Morgan: ভারতীয় ফুটবলের কোচের পদে আবেদন লাল হলুদের প্রাক্তন হেডস্যার মরগ্যানের!
মাস্ক পরে অনুশীলনে এমবাপ্পে
Igor Stimac: শুক্রবার ভারতীয় ফুটবলের গোপন তথ্য ফাঁস করবেন স্টিমাচ! প্রাক্তন কোচের ট্যুইটে জোর জল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in