ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফলে জার্মানিকে পিছনে ফেলে ইউরোতে সবথেকে সফল দেশের তকমা অর্জন করলো তারা। যোগ্য দল হিসেবেই খেতাব জিতেছে স্পেন।
পর পর দু'বার ইউরো কাপের ফাইনালে উঠেও ট্রফি জয় অধরাই থেকে গেল ইংল্যান্ডের। ফাইনালে ম্যাচে ২-১ গোলে হারতে হয়েছে স্পেনের কাছে। স্পেনের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস এবং মাইকেল। ইংল্যান্ডের হয়ে গোল করেন কল পামার। একনজরে এবার দেখা যাক কে কোন পুরস্কার জিতেছেন -
বিজয়ী - স্পেন
রানার্স আপ - ইংল্যান্ড।
ইউরোর সেরা তরুণ ফুটবলার - স্পেনের লামিনে ইয়ামাল।
সর্বাধিক অ্যাসিস্ট - লামিনে ইয়ামাল। তিনি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৪টি।
টুর্নামেন্ট সেরা - স্পেনের রদ্রি।
ফাইনালে সেরা ফুটবলার - স্পেনের নিকো উইলিয়ামস।
গোল্ডেন বুট জিতেছেন - হ্যারি কেন (ইংল্যান্ড), কোডি গাকপো (নেদারল্যান্ডস), দানি ওলমো (স্পেন), গোয়ের্জেস মিকাউতাদজে (জর্জিয়া), জামাল মুসিয়ালা (জার্মানি) এবং ইভান শ্রানজ (স্লোভাকিয়া)। সকলেই ৩টি করে গোল করেছেন।
গোল্ডেন গ্লাভস - মাইক ম্যাগনান (ফ্রান্স)। তিনি ৪টি ম্যাচে গোল হজম করেননি।
এছাড়া ফাইনালে ইংল্যান্ড দলের জন্য ধার্য করা হয়েছে ৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৫.৫০ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল স্পেন পেয়েছে ৯ মিলিয়ন ইউরো। গত ইউরো কাপে মতো চলতি ইউরো কাপেও মোট ৩৩১ মিলিয়ন ইউরোর পুরস্কার দিয়েছে উয়েফা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন