বুধবার ইউরো কাপের সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে গ্রুপ-ই-র। কারণ এই গ্রুপের চারটে দলের পয়েন্টই সমান। সকলেই ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে। আবার প্রথম দুই দলের গোলপার্থক্যও এক। অন্যদিকে মধ্যরাতের ম্যাচে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ জিতে শীর্ষ স্থানে শেষ করতে চাইছে পর্তুগাল।
গ্রুপ ই-তে রয়েছে রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া এবং ইউক্রেন। ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে স্লোভাকিয়ার বিরুদ্ধে খেলবে রোমানিয়া এবং বেলজিয়াম খেলবে ইউক্রেনের বিপক্ষে। দুই ম্যাচে যে দল জিতবে সেই পরের রাউন্ডে উঠবে। যদি দুটি ম্যাচই ড্র হয় তাহলে শেষ ১৬-তে যাবে রোমানিয়া এবং বেলজিয়াম (গোল পার্থক্যের বিচারে)। ছিটকে যাবে ইউক্রেন এবং স্লোভাকিয়া।
অন্যদিকে বুধবার মধ্যরাতে জর্জিয়ার বিরুদ্ধে খেলবে রোনাল্ডোর পর্তুগাল। এখনও পর্যন্ত ইউরোতে সিআর সেভেনের পা থেকে গোল দেখতে পাননি তাঁর ভক্তরা। ফলে এই ম্যাচে পর্তুগিজ সুপারস্টারের কাছ থেকে গোলের আশা করছেন লক্ষ লক্ষ সমর্থক। পর পর দুই ম্যাচ জিতে আগেই ইউরোর শেষ ১৬-তে যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল। কিন্তু রোনাল্ডোরা চাইছে শেষ ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট নিয়ে পরের পর্বে যেতে।
গ্রুপ এফ-র অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে তুরস্ক। তুরস্কের পয়েন্ট এখন ৩ আর চেক প্রজাতন্ত্রের পয়েন্ট ১। যদি জর্জিয়াকে পর্তুগাল হারিয়ে দেয় আর চেক প্রজাতন্ত্র জিততে পারে তাহলে দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬-তে যাবে চেক প্রজাতন্ত্র। তুরস্ক চেক প্রজাতন্ত্রের সাথে ড্র করলেও পরের রাউন্ডে চলে যাবে (সেক্ষেত্রে জর্জিয়া-পর্তুগাল ম্যাচ ড্র হতে হবে অথবা জর্জিয়াকে হারতে হবে অথবা পর্তুগালকে কম ব্যবধানে হারতে হবে)।
মঙ্গলবার মধ্যরাতে ফ্রান্সের সাথে ড্র করেছে পোল্যান্ড। আবার নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে ইউরোর শেষ ১৬-তে উঠেছে অস্ট্রিয়া।
একনজরে শেষ ১৬-তে যোগ্যতা অর্জনকারী দল -
গ্রুপ এ - জার্মানি এবং সুইজারল্যান্ড।
গ্রুপ বি - স্পেন এবং ইতা।
গ্রুপ সি - ইংল্যান্ড এবং ডেনমার্ক।
গ্রুপ ডি - অস্ট্রিয়া এবং ফ্রান্স।
গ্রুপ ই - আজ চূড়ান্ত হবে (রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া এবং ইউক্রেন)
গ্রুপ এফ - পর্তুগাল, দ্বিতীয় দল ম্যাচের শেষে চূড়ান্ত হবে (তুরস্ক, জর্জিয়া এবং চেক প্রজাতন্ত্র)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন