দিয়েগো কোস্টার হাতে বেঁচে থাকলো রোনাল্ডোর ইউরো জয়ের স্বপ্ন। সোমবার মধ্যরাতে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে শেষ আটের যোগ্যতা অর্জন করলো পর্তুগাল। অন্যদিকে বেলজিয়ামের আত্মঘাতী গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স।
সোমবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং বেলজিয়াম। দুই দলই প্রথমার্ধে প্রচুর সুযোগ পেয়েছিল গোল করার কিন্তু তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের একদম শেষ মুহূর্তে ৮৫ মিনিটের মাথায় জান ভারটনঘেনের আত্মঘাতী গোলে জয় লাভ করে ফ্রান্স। শেষ আটে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।
অন্য ম্যাচে স্লোভানিয়ার বিরুদ্ধে নেমেছিল পর্তুগাল। গোটা ম্যাচ জুড়ে দাপটের সাথে খেলতে থাকেন রোনাল্ডোরা। তবে একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোনাল্ডো। স্লোভেনিয়ার গোলরক্ষক একাধিক সেভ দেন। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকেও গোল করতে পারেননি সি আর সেভেন। খেলা গড়ায় টাই-ব্রেকারে।
টাই-ব্রেকারে পর পর তিনটে সেভ দেন পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কোস্টা। অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করলেও টাই-ব্রেকারে কোনো ভুল করেননি তিনি। পর পর তিনটি গোল করেন পর্তুগালের ফুটবলাররা।
মঙ্গলবার রাউন্ড অফ ১৬-র শেষ দুটি ম্যাচ রয়েছে। রাত ৯.৩০ মিনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে রোমানিয়া। মধ্যরাতে অস্ট্রিইয়ার মুখোমুখি হবে তুরস্ক। এই দুই ম্যাচের জয়ীরা শেষ আটে একে অন্যের বিরুদ্ধে খেলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন