ইউরোর সেমি-ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে রেকর্ড গড়েছেন স্পেনের 'ওয়ান্ডার কিড' লামিনে ইয়ামাল। সর্বকনিষ্ঠ হিসেবে ইউরোকাপে গোল পেলেন তিনি। তাঁর বাম পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। বার্সেলোনার ফুটবল অ্যাকাডেমি লা মাসিয়া থেকে উত্থান এই তরুণ তুর্কির। যে অ্যাকাডেমি ফুটবল বিশ্বকে মেসির মতো সুপারস্টার উপহার দিয়েছিল।
স্বপ্ন বাস্তব হতে আর মাত্র এক ধাপ দূরে লামিনে ইয়ামাল। গত ইউরোকাপে ইতালির কাছে নিজের দেশের হার দেখেছিলেন ইয়ামাল। এই ইউরোতে স্পেনের জয়ের অন্যতম কারিগর তিনি। ফুটবল বিশ্বজুড়ে তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে তাঁকে 'স্প্যানিশ মেসি' বলে ডাকতে শুরু করেছেন। ইয়ামাল নিজেও মেসির খুব বড় ভক্ত। মেসিকে নিজের আদর্শ মনে করেন তিনি। বার্সেলোনা থেকে মেসি চলে যাওয়ার পর নতুন তারকার মধ্যেই মেসিকে খুঁজে পাচ্ছেন সমর্থকরা। তবে তাঁর এই লড়াই সহজ ছিল না।
ইয়ামালের জন্ম হয় স্পেনে। তাঁর বাবা মরক্কোর বাসিন্দা এবং মা ইকোয়াটোরিয়াল গিনির নাগরিক। ছোট থেকেই ফুটবলকে ভালোবেসে বড় হওয়া ইয়ামালের। তাঁকে ভর্তি করা হয় লা মাসিয়াতে। সেখান থেকে ক্রমশ উন্নতি করতে থাকেন ফুটবলে।
স্পেনের অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ এবং ১৯ দলের হয়েও খেলেছেন ইয়ামাল। এরপর ২০২৩ সালে ১৬ বছর ৫০ দিন বয়সে স্পেনের জাতীয় দলে ডাক পান তিনি। ১৬ বছর ৫৭ দিনে স্পেনের হয়ে গোল করেন ইয়ামাল। ভেঙে দেন গাভির রেকর্ড। গাভি ১৭ বছর ৩০৪ দিন বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে স্পেনের জাতীয় দলের হয়ে গোল করেছিলেন। এছাড়া ইউরোর কোয়ালিফায়ার্স পর্বে সর্বকনিষ্ঠ হিসেবে ১৭ বছর ৮৩ দিন বয়সে গোল করেছিলেন গ্যারথ বেল। সেই রেকর্ডও নিজের দখলে নেন স্পেনের 'ওয়ান্ডার কিড'।
স্পেনের জাতীয় দলের হয়ে মাঠজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন ইয়ামাল। তবে তরুণ তারকাকে পুরো সময় খেলাতে পারছেন না। জার্মান শিশুশ্রম অনুযায়ী রাত ৮টা পর নাবালকদের দিয়ে কাজ করানো বেআইনি। নাবালক যদি ক্রীড়াক্ষেত্রের সাথে যুক্ত থাকে তাহলে সেই সময়সীমা রাত ১১টা পর্যন্ত ধার্য করা হয়েছে। এই নিয়ম না মানলে ভারতীয় মুদ্রায় ২৭ লক্ষ টাকা জরিমানা দিতে হবে নিয়মভঙ্গকারী দলকে। তাই জন্যই প্রতিম্যাচে তুলে নেওয়া হচ্ছে ইয়ামালকে।
উল্লেখ্য, বুধবার মধ্যরাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং ইংল্যান্ড। জয়ী দলের সাথে ফাইনাল খেলবে স্পেন। ফাইনালেও ইয়ামাল ম্যাজিক দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন