ইউরো কাপের গ্রুপ বি-তে শনিবার রাত ৯.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ক্রোয়েশিয়া। এই ম্যাচ যে কতটা টানটান হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যানে এগিয়ে রয়েছে স্পেন। তবে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়ার কোচও।
ঘরের মাঠে ৫-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ শুরু করেছে জার্মানি। আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গেরী এবং সুইজারল্যান্ড। তবে তার থেকে বেশি উন্মাদনা স্পেন এবং ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে।
পরিসংখ্যান বলছে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। যার মধ্যে স্পেন জিতেছে ৬ বার। ৩ বার জিতেছে ক্রোয়েশিয়া এবং ১ বার ড্র হয়েছে।
ম্যাচের আগে স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে বলেন, "আমি সত্যিই ক্রোয়েশিয়ান ফুটবলারদের মানসিকতার প্রশংসা করি কারণ তারা তাদের দেশের গর্ব। আমরা সকলেই এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে। প্রতিটি দেশই লড়াই করবে। কিন্তু ম্যাচ জিতবে একটা দেশই"।
ক্রোয়েশিয়ান কোচ জাতকো দালিচ জানান, আমরা সবচেয়ে কঠিন গ্রুপে আছি সেটা সবাই জানে। তাই শুরুটা ভালো দরকার। আমরা ম্যাচ ড্র করার জন্য খেলতে নামছি না। আমাদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে হবে। জানি ম্যাচটা কঠিন হতে চলেছে তবুও দলের ছেলেদের প্রতি আমার বিশ্বাস আছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন