UEFA Europa Conference League: দীর্ঘ ৫৮ বছর পর কোনও ইউরোপীয়ান খেতাব জয় ওয়েস্ট হ্যামের

১৯৬৫ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি ববি মুর এবং জিওফ হার্স্টের হাত ধরে উইনার্স কাপ জিতেছিল ওয়েস্ট হ্যাম। সেটাই ছিল হ্যামের প্রথম ইউরোপীয়ন ট্রফি জয়। এরপর কেটে যায় প্রায় ছয় দশক।
জয়ের উচ্ছ্বাস
জয়ের উচ্ছ্বাসছবি - উয়েফা ইউরোপার ফেসবুক পেজ
Published on

১৯৬৫ সালে শেষবার কোনো বড় ইউরোপীয়ন ট্রফি জিতেছিল ওয়েস্ট হ্যাম। ৫৮ বছর আগে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি ববি মুর এবং জিওফ হার্স্টের হাত ধরে অধুনালুপ্ত উইনার্স কাপ জিতেছিল ওয়েস্ট হ্যাম। সেটাই ছিল ওয়েস্ট হ্যামের প্রথম ইউরোপীয়ন ট্রফি জয়। এরপর কেটে যায় প্রায় ছয় দশক। ইউরোপের শীর্ষ কোনো শিরোপার স্বাদ পাওয়া হয়নি ইংল্যান্ডের প্রাচীন ক্লাবটির। দীর্ঘ অপেক্ষার পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় ইউরোপীয়ন শিরোপা জিতলো ওয়েস্ট হ্যাম। গতকাল ফিওরেন্তিনাকে হারিয়ে উয়েফা ইউরোপা কনফারেন্স লীগ জিতলো ওয়েস্ট হ্যাম।

কনফারেন্স লীগের ফাইনালে নাটকীয় জয় পায় ওয়েস্ট হ্যাম। চেক প্রজাতন্ত্রের ইডেন এরেনায় অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৬২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন সেইড বেনরাহমা। তবে চার মিনিটের মধ্যেই সমতা ফিরে পায় ফিওরেন্তিনা। গিয়াকোমা বোনাভেন্তুরা গোল করে ফিওরেন্তিনাকে সমতা এনে দেন।

এরপর দুই পক্ষই সমানে সমানে লড়াই চালিয়ে যায়। গোলের দেখা পাচ্ছিলো না দুই দলই। মনে করা হয়েছিল খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। তবে ঠিক ৯০ মিনিটের মাথায় ফিওরেন্তিনার জালে বল জড়িয়ে ওয়েস্ট হ্যামকে আনন্দে মাতোয়ারা করেন জ্যারড বোয়েন। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম ব্রিটিশ কোচ হিসেবে কোনো উয়েফা শিরোপা জয়ের কীর্তি গড়েন ডেভিড ময়েস।

নিজেদের ইতিহাসে ওয়েস্ট হ্যাম সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৮০ সালে। ইংলিশ এফএ কাপ জিতেছিল সেবার। তারপর দীর্ঘ ৪৩ বছরে আর কোনো শিরোপা জেতা হয়ে ওঠেনি শতাব্দী প্রাচীন ইংলিশ ক্লাবটির। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো এবার। ডেভিড ময়েসের হাত ধরে একপ্রকার ইতিহাস লিখলো হ্যামার্সরা।

জয়ের উচ্ছ্বাস
স্পেন, ফ্রান্সের পর এবার যুক্তরাষ্ট্রে লিও! ইন্টার মায়ামির সাথে কত টাকার চুক্তি মেসির?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in