নূ ক্যাম্পে বার্সেলোনাকে পর্যুদস্ত করে উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালে পৌঁছে গেলো ফ্রাঙ্কফুর্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্র থাকার পর দ্বিতীয় লেগের নির্ধারক ম্যাচে গতকাল অনবদ্য ফুটবল খেলে জার্মান ক্লাবটি। ফিলিপ কস্টিচের জোড়া গোল এবং স্যান্টোস বোরের একটি গোলে বার্সা বধ করেছে সফরকারী ফ্রাঙ্কফুর্ট। ইনজুরি সময়ে দুই গোল পরিশোধ করলেও তা কেবল আক্ষেপই বাড়িয়েছে স্বাগতিক বার্সার। ৩-২ ব্যবধানে এই ম্যাচ জিতে ৪-৩ অ্যাগ্রিগেটে সেমিফাইনালে পৌঁছে গেলো অলিভার গ্লাসনারের দল।
নূ ক্যাম্পে এসে এদিন শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলে ফ্রাঙ্কফুর্ট। খেলা শুরুর চার মিনিটেই পেনাল্টি পায় তারা। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি জার্মান ক্লাবটির সার্বিয়ান মিডফিল্ডার ফিলিপ কস্টিচ। এরপর ৩৬ মিনিটের মাথায় ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে এগিয়ে দেন রাফায়েল স্যান্টোস বোরে। প্রথমার্ধে এই লীড ধরে রাখে সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে বার্সাকে কোণঠাসা করে আরও একটি গোল পেয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। ডাইচি কামাডার পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিলিপ কস্টিচ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকার পর ইনজুরি সময়ে এসে সার্জিও বুসকেটস এবং মেমফিস ডিপেই গোল করে ব্যবধান কমান। তবে তাতে কেবল আক্ষেপই বেড়েছে জাভি হার্নান্দেজদের।
ডসন-রাইস-বোয়েনের গোলে লিওঁর মাঠে সহজ জয় নিয়ে ইউরোপা লীগের সেমিফাইনালে ওয়েস্ট হ্যাম। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ফাইনালের টিকিটের জন্য মাঠে নামবে তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে রেঞ্জার্স ও লাইপজিগ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন