লেভারকুসেনের স্বপ্নের দৌড় থামালো আটালান্টা। বুধবার মধ্যরাতে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আটালান্টা। ১৯৭৫ সালে জুপ হেইঙ্কেসের পর প্রথম ফুটবলার হিসেবে ইউরোপা লিগের (আগে নাম ছিল উয়েফা কাপ) ফাইনালে হ্যাট্রিক করলেন লুকম্যান।
অ্যাডেমোলা লুকম্যানের হ্যাট্রিকে ৫১ ম্যাচের অপরাজিত দৌড় থামলো লেভারকুসেনের। জাভি আলোনসোর কোচিং-এ টানা ৫১ ম্যাচ জিতে রেকর্ড গড়ে জার্মান ক্লাব লেভারকুসেন। এমনকি এই মরসুমে বুন্দেশলিগাও চ্যাম্পিয়ন হয় তারা। সেই দলকে ৩-০ ব্যবধানে পরাজিত করলো আটালান্টা।
মঙ্গলবার মধ্যরাতে আটালান্টার মুখোমুখি হয় লেভারকুসেন। ফাইনাল ম্যাচে ১২ মিনিটের মাথায় লুকম্যানের গোলে এগিয়ে যায় আটালান্টা। ফের ২৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধে ম্যাচ শেষ হয় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় আলোনসোর ছেলেরা। ৭৫ মিনিটে হ্যাট্রিক করে দলের জয় নিশ্চিত করেন লুকম্যান।
একদিকে যেমন লেভারকুসেনের জয় থামালো আটালান্টা, অন্যদিকে ৬১ বছর পর কোনও ট্রফি জিতলো আটালান্টা। ম্যাচ জয়ের নায়ক লুকম্যান বলেন, 'গত কয়েক বছরে আমরা আটালান্টাকে এক নতুন স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। দলের সাথে সাথে আমি নিজেকেও উন্নত করার চেষ্টা করেছি। আমি সন্তুষ্ট। তবে এটা সবে শুরু। এই ধরণের খেতাব আরও জিততে চাই'।
লেভারকুসেনের কোচ আলোনসো বলেন, পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা খেলতে পারিনি আমরা। আমাদের সেরা পর্যায়ে ছিলাম না। হেরে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক। তবে এই হার থেকেও আমাদের শিখতে হবে। আমরা ফের নিজেদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন