উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। গতরাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেটিসের বিপক্ষে ৪-১ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে এরিক টেন হ্যাগের দল। রেড ডেভিলদের হয়ে গোল করেছেন র্যাশফোর্ড, অ্যান্টনি, ফার্নান্দেজ এবং উইঘর্স্ট।
ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর ৬ মিনিটেই এগিয়ে যায় ম্যান ইউনাইটেড। প্রথম গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড। প্রথমার্ধে অবশ্য লীড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩২ মিনিটের মাথায় জুয়ানমির ক্রস থেকে গোল করে বেটিসকে সমতা এনে দেন আয়োজে পেরেজ।
১-১ ব্যবধানের স্কোরলাইন নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ঝড় তোলে ম্যান ইউ। ৫২ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে ইউনাইটেডকে লীড এনে দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি। এই গোলের ৬ মিনিট বাদে লুক শ'র ক্রস থেকে ম্যান ইউকে আরও এগিয়ে দেন ব্রুনো। শেষ পর্যায়ে ৮২ মিনিটের মাথায় বেটিসের জালে ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি জড়ান ডাচ ফরোয়ার্ড উইঘর্স্ট।
ম্যান ইউর পাশাপাশি ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গতরাতে জয় তুলে নিয়েছে বায়ার লেভারকুসেন, রোমা, সেভিয়া এবং জুভেন্টাস। লেভারকুসেন ২-০ গোলে জয় পেয়েছে ফেরেঙ্কভরেসের বিপক্ষে। রিয়াল সোসিদিয়েদকে ২-০ গোলে হারিয়েছে রোমা। ফেনেরবাককে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া এবং ফ্রেইবার্গের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
প্রথম লেগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি-এর বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আর্সেনালকে। ইউনিয়ন বার্লিন এবং রয়েল ইউনিয়নের ম্যাচও শেষ হয়েছে ৩-৩ গোলে। এছাড়া শাখতার দোনেৎস্ক এবং ফেয়েনর্ডের ম্যাচও ১-১ ব্যবধানে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন