ইউরোপা লীগের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকেও জোড়া আত্মঘাতী গোলে কপাল পুড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। গতরাতে দ্বিতীয় লেগে সেভিয়ার ঘরের মাঠে ৩-০ গোলে হেরে ইউরোপা লীগ থেকে ছিটকে গেলো এরিক টেন হ্যাগের দল। ৫-২ এগ্রিগেটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে স্প্যানিশ দল সেভিয়া। সেভিয়া ছাড়া ইউরোপা লীগের অপর তিন সেমিফাইনালিস্টরা হলো রোমা, বায়ার লেভারকুসেন, এবং জুভেন্টাস।
গতকাল নিজেদের ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠে সেভিয়া। খেলা শুরুর আট মিনিটেই এরিক লামেলার ক্রস থেকে স্প্যানিশ দলটিকে এগিয়ে দেন ইউসেফ এন-নাসেইরি। প্রথমার্ধের শেষ দিকে আরও একবার ম্যান ইউর জালে বল জড়িয়েছিল জোসে লুইস মেন্ডিলিবারের দল। তবে ভার চেকের পর সেই গোলটি বাতিল করা হয়।
প্রথমার্ধে এগিয়ে থাকা সেভিয়া, দ্বিতীয়ার্ধেও সমান দাপট জারি রাখে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইভান রাকিটিচের পাস থেকে লোয়িক বাডের গোলে ব্যবধান বাড়ায় তারা। ৮১ মিনিটের ম্যাচের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ইউসুফ এন-নাসেইরি। অসহায় আত্মসমর্পণ করে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।
কোয়ার্টার ফাইনালের অন্য লেগে এদিন স্পোর্টিং সিটির সাথে ১-১ গোলে ড্র করলেও, প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকার সুবাদে ২-১ এগ্রিগেটে সেমিফাইনালে পৌঁছেছে জুভেন্টাস। সেমিতে সেভিয়ার মুখোমুখি হবে তারা। প্রথম লেগে ফেয়েনর্ড ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ৪-১ গোলের বড় জয় পেয়ে সেমিতে আর এক ইতালির ক্লাব রোমা। আর প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় লেগে রয়েল ইউনিয়নকে ৪-১ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বায়ার লেভারকুসেন। সেমিফাইনালে লেভারকুসেন মুখোমুখি হবে রোমার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন