UEFA Nations League 2023: মড্রিচদের হারিয়ে ১১ বছর পর আন্তর্জাতিক শিরোপা জিতলো স্পেন

হল্যান্ডের রটারডামে অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে ১২০ মিনিট সমানে সমান পাল্লা দিয়ে লড়েছে দুই দল। গোলশূন্য ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
বিমর্ষ লুকা মড্রিচ
বিমর্ষ লুকা মড্রিচছবি - উয়েফা
Published on

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরেছিল স্পেন। তার আগে ইউরো ২০২০-তে ইতালির বিপক্ষে সেমিফাইনালে হেরেছিল লা রোহারা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল স্বাগতিকদের কাছে টাইব্রেকারে হেরে। শেষ কয়েক বছরে স্পেনকে বারবার ভুগিয়েছে টাইব্রেকার।

তবে গতরাতে উয়েফা নেশনস লীগের ফাইনালে টাইব্রেকারের বাধা টপকালো স্পেন। গোলরক্ষক উনাই সিমোনের বীরত্বে দীর্ঘ ১১ বছর পর আবারও এক আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়নরা। টাইব্রেকারে লুকা মড্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা নেশনস লীগ জিতে নিলো স্পেন।

লুকা মড্রিচের হাত ধরে যে ক্রোয়েশিয়ার ফুটবল বিশ্বে ধরা দিয়েছে তাকে বলা হচ্ছে ক্রোয়েশিয়ার 'গোল্ডেন জেনারেশন'। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বিশ্বকে অবাক করে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন মড্রিচরা। কাতার বিশ্বকাপেও সেমিফাইনাল খেলে চেকারবোর্ডরা। এরপর নেশনস লীগের ফাইনালেও জায়গা করে নেয়। তবে আন্তর্জাতিক শিরোপা এখনও অধরা থাকলো মড্রিচদের।

হল্যান্ডের রটারডামে অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে ১২০ মিনিট সমানে সমান পাল্লা দিয়ে লড়েছে দুই দল। গোলশূন্য ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই পক্ষ গোলের দেখা পায়নি। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই লোভরো মাজের এবং ব্রুনো পাটকোভিচের শ্যুট আউট আটকে স্পেনকে শিরোপা এনে দেন উনাই সিমোন।

২০১২ সালে শেষ আন্তর্জাতিক ট্রফি জিতেছিল স্পেন। জাভি-ইনেয়েস্তাদের হাত ধরে সেবার ইউরো জিতেছিল লা রোহারা। দীর্ঘ ১১ বছর পর আবারো কোনো আন্তর্জাতিক ট্রফি জিতলো স্প্যানিশরা। ২০১৯ সালে প্রথম উয়েফা নেশনস লীগ জিতেছিল পর্তুগাল। ২০২১ সালে এই খেতাব জেতে ফ্রান্স। এবার তৃতীয় দল হিসেবে এই শিরোপা জিতলো স্পেন।

বিমর্ষ লুকা মড্রিচ
East Bengal: জোড়া স্প্যানিশ ফুটবলারকে সই করিয়ে চমক লাল-হলুদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in