রেলিগেশন নিশ্চিত হয়ে গিয়েছে ইংল্যান্ডের। সেই পথেই যেতে পারতো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে অস্ট্রিয়ার হারে সেই রেলিগেশন আটকালো নেশনস লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। রবিবার রাতে ডেনমার্কের কাছেও হারতে হয়েছে আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পেদের। অন্যদিকে একই গ্রুপের ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়েছে ক্রোয়েশিয়া। ফ্রান্স হারলেও, অস্ট্রিয়ার হারে স্বস্তি পেলো তারা। লীগ-এ'র গ্রুপ ওয়ান থেকে রেলিগেটেড হয়ে গিয়েছে ডেভিড আলাবাদের অস্ট্রিয়া।
নেশনস লীগের পরের রাউন্ডে যাওয়ার রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল ফ্রান্সের। গতরাতে ফ্রান্সের সামনে সমীকরণ ছিল, হয় তাদের জিততে হবে, না হলে অস্ট্রিয়াকে হারতে হবে। দিদিয়ের দেশঁরা কিছু করতে পারেননি। তাঁরা ডেনিশদের কাছে হেরেছে ২-০ গোলে। তবে অস্ট্রিয়া, ফ্রান্সের হারের সুযোগ কাজে লাগাতে পারেনি। ক্রোয়েশিয়ার কাছে তারা হেরেছে ১-৩ গোলে।
গতরাতে প্রথমার্ধেই ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ৩৩ মিনিটে কাসপের ডলবার্গের গোলে এগিয়ে যাওয়ার ছ'মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ডেনিশ দল। দ্বিতীয় গোলটি করেন আন্দ্রেস স্কোভ অলসেন। প্রথমার্ধের এই লীড শেষ পর্যন্ত ধরে রেখে জয় তুলে নেন ক্রিশ্চিয়ান এরিকসেনরা।
অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ সতীর্থ ডেভিড আলাবার অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে লুকা মড্রিচের ক্রোয়েশিয়া। ম্যাচের ৬ মিনিটে লুকা মড্রিচের গোলে এগিয়ে যাওয়ার পর ৯ মিনিটের মাথায় গোল হজম করতে হয় ক্রোয়েটদের। বিরতি পর্যন্ত সমতা থাকে। দ্বিতীয়ার্ধে অবশ্য অস্ট্রিয়াকে পাত্তা দেয়নি মড্রিচ বাহিনী। ৬৯ মিনিটে লিভাজা এবং ৭২ মিনিটে লোভরেনের গোলে বড় জয় তুলে নেয় বিশ্বকাপের ফাইনালিস্টরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন