পর্তুগালের প্রয়োজন ছিল শুধু ড্র। সেই লক্ষ্য পূরণ করার জন্য অন্ততপক্ষে চারটি সুযোগ হাতে পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজেরা। তবে একটিও সুযোগ কাজে লাগেনি। শেষ মুহূর্তে গোল করে 'স্প্যানিশ আর্মাডা'-কে নেশনস লীগের সেমিফাইনালে তুললেন আলভারো মোরাতা।
ব্রাগায় পর্তুগালকে ১–০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লীগের সেমিফাইনালসে উঠেছে লুইস এনরিকের দল। লীগ এ গ্রুপ ২ থেকে শীর্ষস্থান দখল করতে জয় দরকার ছিল স্পেনের। অন্যদিকে পর্তুগীজদের প্রয়োজন ছিল শুধু ড্র। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুই পক্ষ একের পর এক সুযোগ নষ্ট করে।
ম্যাচ প্রায় শেষের পথে। শুধু পর্তুগীজ সমর্থকরা নয়, স্প্যানিশ সমর্থকরাও হয়তো ধরে নিয়েছিল এই ম্যাচ ড্র হবে। তবে ৮৮ মিনিটে ফার্নান্দো স্যান্টোসদের হতাশা এনে দিয়ে এগিয়ে যায় স্পেন। ফেরান তোরেসের বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামসের হেড থেকে গোল করে দলকে জয় এনে দেন মোরাতা।
সুইজারল্যান্ডের বিপক্ষে গত শনিবার হেরেছে স্পেন। ২০১৮ সাল থেকে সেটি ঘরের মাঠে স্পেনের প্রথম হার। সেই ম্যাচে খেলা চার খেলোয়াড়কে রেখে বাকি সবাইকে একাদশের বাইরে রাখেন স্পেন কোচ এনরিকে। তবে তাতেও প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলেন কোকে, রদ্রিরা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করেন এনরিকে। সেই পরিবর্তিত খেলোয়াড়রাই শেষ মুহূর্তে স্পেনকে রক্ষা করে। পুরো ম্যাচ জুড়ে স্পেনের থেকে অনেক ভালো ফুটবল খেলা পর্তুগালের জন্য রাতটা হতাশার। তবে স্পেন গোলরক্ষক উনাই সিমোন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে বাঁচিয়েছেন।
আগামী বছর জুনে চূড়ান্ত চার দলের শিরোপা জয়ের লড়াই হবে। সেমিফাইনালসে ওঠা বাকি তিন দল—ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন