উয়েফা নেশনস লিগে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পোল্যান্ডকে ৫-১ গোলে পরাজিত করল পর্তুগাল। অন্যদিকে ডেনমার্কের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্পেন।
শুক্রবার মধ্যরাতে পোল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। ম্যাচের শেষ ৩০ মিনিটে ৬টি গোল হয়। ৫৯ মিনিটে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন রাফায়েল লিয়াও। ৭২ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে কোনও ভুল করেননি রোনাল্ডো। ৮০ মিনিটে পর্তুগালের হয়ে তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। ৮৩ মিনিটে চতুর্থ গোল করেন পেদ্রো নেটো এবং ৮৭ মিনিটে ম্যাচের সেরা গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভিতিনহার পাস থেকে বাই-সাইকেল কিকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৮৮ মিনিটে পোল্যান্ডের ডমিনিক মার্কজুক ১ গোল করলেও তা কাজে আসেনি।
দেশের হয়ে ১৩৫টি গোল হয়ে গেল রোনাল্ডোর। বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র তা ফের প্রমাণ করলেন ৩৯ বছর বয়সী রোনাল্ডো। আর্জেন্টাইন সুপারস্টার প্রয়াত দিয়েগো মারাদোনা নিজের ফুটবল কেরিয়ারে দেশের হয়ে ৩৪টি গোল করেছিলেন ৯১টি ম্যাচে। সেখানে রোনাল্ডো ৩৫ বছর থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৫টি গোল করেছেন। রোনাল্ডোর গোল দেখে ধারাভাষ্যকররা বলেন, 'ক্লাসিক্যাল ক্রিশ্চিয়ানো'।
অন্যম্যাচে ডেনমার্কের বিপক্ষে খেলতে নেমেছিল স্পেন। ম্যাচের ১৫ মিনিটেই মাইকেল ওয়ারজাবালের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যান স্পেন। ৫৮ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন আয়োজে পেরেজ। ম্যাচের একদম শেষ মুহূর্তে (৮৪ মিনিটে) ডেনমার্কের গুস্তভ ইসাকসেন ব্যবধান কমালেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হন।
পাশাপাশি স্কটল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয় ১০ জনের ক্রোয়েশিয়া। ৪৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রোয়েশিয়ার পিটার সুচিচ। ৮৫ মিনিট পর্যন্ত গোল শূন্য থাকে ম্যাচটি। ৮৬ মিনিটের মাথায় জন ম্যাকগিনের গোলে জয়ী হয় স্কটল্যান্ড।
এছাড়া অন্য ম্যাচগুলিতে বেলারুশকে ২-০ গোলে পরাজিত করেছে নর্দান আয়ারল্যান্ড, লুক্সেমবার্গকে ১-০ গোলে হারায় বুলগেরিয়া, লিথুনিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে সাইপ্রাস। এছাড়া সান মারিনো এবং জিব্রাল্টারের ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন