টাইব্রেকারে ভিলারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ ঘরে তুললো টমাস টুখেলের চেলসি। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটে ফলাফল নির্ধারিত না হওয়ায় টাইব্রেকারে খেলা গড়ায়। সেখানে শেষ হাসি হাসে চ্যাম্পিয়নস লীগ জয়ী ব্লুজরাই।
চ্যাম্পিয়নস লীগে চেলসির হয়ে বার পোস্টের নীচে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন গোলরক্ষক মেন্ডি। ব্লুজদের প্রথম ফেভারিট তিনি। তাই মরশুম জুড়ে বেঞ্চেই কাটাতে হয়েছিলো কেপাকে। সেই কেপাই টাইব্রেকারে চেলসির নায়ক। টাইব্রেকারে যাওয়ার এক মিনিট আগে মেন্ডির বদলে কেপাকে নামান টুখেল। 'সুপার সাব' হয়তো একেই বলে। টাইব্রেকারে নেমে ভিলারিয়ালের দুটি স্পট কিক আটকে দেন ২৬ বর্ষীয় স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা। ৬-৫ ব্যবধানে পেনাল্টি শুট আউট জিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ ঘরে তোলে চেলসি।
নর্দান আয়ারল্যান্ডের উইন্ডসর পার্কে এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ২৭ মিনিটে কাই হাভার্টেজের পাস থেকে গোল করে ব্লুজদের এগিয়ে দেন হাকিম জিয়েচ। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে জেরার্ড মোরেনোর গোলে সমতা ফিরে পায় ভিলারিয়াল। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের শেষে এই সমতাই বজায় থাকে।
টাইব্রেকারে চেলসির হয়ে প্রথম শট নিতে যাওয়া কাই হাভার্টেজের স্পট কিক আটকে দিয়েছিলেন সার্জিও এসেনজো। তবে ভিলারিয়ালের হয়ে দ্বিতীয় শট নিতে যাওয়া এসা মেন্ডির বল আটকে চেলসিকে স্বস্তি দেন কেপা। এরপর সাডেন ডেথে রাউল আলবিওলের স্পট কিক আটকে চেলসিকে উয়েফা সুপার কাপ জেতান কেপা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন