ICC T-20 WC 2024: এই প্রথম বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টি উগান্ডার

People's Reporter: যোগ্যতা অর্জন পর্বে তানজানিয়া, নামিবিয়া ছাড়া উগান্ডার প্রতিপক্ষ ছিল কেনিয়া, নাইজেরিয়া, জিম্বাবোয়ে এবং আরওয়ান্ডা।
টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো উগান্ডা
টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো উগান্ডাছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

ইতিহাস তৈরি করলো উগান্ডা। এই প্রথম টি-২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল আফ্রিকা মহাদেশের দেশটি।

২০২৪ টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো উগান্ডা। আফ্রিকা কোয়ালিফায়ার্সে প্রথম ম্যাচে তানজানিয়াকে হারায় উগান্ডা। দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার কাছে হারতে হয় তাদের। পরের চারটি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন উগান্ডা। আফ্রিকা কোয়ালিফায়ার্স থেকে উগান্ডা ছাড়াও কোয়ালিফাই করেছে নামিবিয়া।

যোগ্যতা অর্জন পর্বে তানজানিয়া, নামিবিয়া ছাড়া উগান্ডার প্রতিপক্ষ ছিল কেনিয়া, নাইজেরিয়া, জিম্বাবোয়ে এবং আরওয়ান্ডা। এই প্রথম উগান্ডা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে মোট ২০টি দল খেলবে।

আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। ২০২২ টি-২০ বিশ্বকাপ প্রথম ৮টি দল হিসেবে জায়গা যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এই দলগুলির পর সেরা টি-২০ র‍্যাঙ্কিং-র ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান এবং বাংলাদেশ। আমেরিকা কোয়ালিফায়ার থেকে যোগ্যতা অর্জন করেছেন কানাডা। এশিয়া থেকে কোয়ালিফাই করেছে নেপাল ও ওমান। পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউ গিনি। ইউরোপ থেকে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড খেলবে। আফ্রিকা থেকে নামিবিয়া এবং উগান্ডা।

টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো উগান্ডা
CFL: মাঠে ইস্টবেঙ্গল, দল নামাল না মোহনবাগান; ভেস্তে গেলো কলকাতা লিগের ডার্বি
টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো উগান্ডা
AIFF: ফের ম্যাচ গড়াপেটার কালো ছায়া ভারতীয় ফুটবলে!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in