মঙ্গলবার দেশের বার্ষিক সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে খেলাধুলা ও ক্রীড়াবিদদের জন্য নেওয়া হয়েছে অনেক সিদ্ধান্ত। গত দুই বছর ধরে যেখানে ক্রমাগত খেলাধুলাতে বরাদ্দ কমানো হচ্ছিলো, সেখানে এবছর খেলোয়াড়দের জন্য অনেক অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
২০২২ সালের স্পোর্টস বাজেটে বরাদ্দ বেড়েছে ৩০০.৫৮ কোটি টাকা। টাকার অঙ্ক ছাড়িয়েছে ৩০০০ কোটি। টোকিও অলিম্পিক্সের মঞ্চে ভারতের সাফল্যের কারণেই এমন বাজেট বরাদ্দ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
২০২১-২২ অর্থবর্ষে খেলাধুলার জন্য বরাদ্দ করা হয়েছিলো ২৭৫৭.০২ কোটি টাকা। ২০২০-২১ বর্ষে প্রথমে ২৮২৬.৯২ কোটি টাকা খেলাধুলার জন্য বরাদ্দ করা হলেও অতিমারীর কারণে সেই বাজেট কমিয়ে ১৮৭৮ কোটি টাকা করেছিলো। তবে এবার খেলাধুলাতে বাজেট বরাদ্দ ছাড়িয়েছে ৩০০০ কোটির অঙ্ক। ২০২২ সালে ক্রীড়া বাজেট বরাদ্দ করা হয়েছে ৩০৬২ কোটি টাকা।
মঙ্গলবার ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে সরকারের ফ্ল্যাগশিপ খেলো ইন্ডিয়া প্রোগ্রামের জন্য ৩১৬.২৯ কোটি টাকা বৃদ্ধি করেছে। খেলো ইন্ডিয়া প্রোগ্রামের জন্য গত বছর যেখানে ৬৫৭.৭১ টাকা বরাদ্দ করা হয়েছিলো, এবছর তা বাড়িয়ে ৯৭৪ কোটি টাকা করা হয়েছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে ৬৫৩ কোটি টাকা। এই ক্ষেত্রে বাজেট কমেছে ৭.৪১ কোটি টাকা। এছাড়া জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলে ৯ কোটি টাকা কমিয়ে ১৬ কোটি টাকা করা হয়েছে। ক্রীড়াবিদদের উৎসাহ এবং পুরস্কার প্রদান বাবদ বরাদ্দ ২৪৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩৫৭ কোটি টাকা করা হয়েছে।
ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের জন্য বরাদ্দ ২৮০ কোটি টাকাই রয়েছে। ন্যাশনাল সার্ভিস স্কিমে ১৬৫ কোটি টাকা থেকে ২৮৩.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অব ইউথ ডেভেলপমেন্টের বাজেট ২৫ কোটি টাকা থেকে ২৪ কোটি টাকা করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন