Copa America 2024: কলোম্বিয়ার বিরুদ্ধে ড্র ব্রাজিলের, শেষ আটে সেলেসাওদের প্রতিপক্ষ উরুগুয়ে

People's Reporter: শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। আর কলোম্বিয়া খেলবে পানামার বিরুদ্ধে।
Copa America 2024: কলোম্বিয়ার বিরুদ্ধে ড্র ব্রাজিলের, শেষ আটে সেলেসাওদের প্রতিপক্ষ উরুগুয়ে
Published on

কলোম্বিয়ার বিরুদ্ধে ড্র করে কোপা আমেরিকার শেষ আটে ব্রাজিল। তবে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়া হল না ভিনিসিয়াস জুনিয়রদের। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। আর কলোম্বিয়া খেলবে পানামার বিরুদ্ধে।

বুধবার সকালে কলোম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। খেলা শুরুর ১২ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। প্রথমার্ধের ইনজুরি টাইমে কলোম্বিয়ার হয়ে সমতা ফেরান ডি মুনোজ। দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলে।

দ্বিতীয়ার্ধে দুই দলেরই কেউই গোল করতে পারেনি। গোটা ম্যাচ জুড়ে ১৩টি শট নেয় কলোম্বিয়া। অন টার্গেট ছিল ৬টি। অন্যদিকে ৭টি শট নিয়ে ৩টি অন টার্গেট রাখে ব্রাজিল। ব্রাজিলের মতো দলে একাধিক তারকা ফুটবলার থাকার পরেও বার বার ধাক্কা খেতে হচ্ছে। সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকাররা। যা নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন ব্রাজিলিয়ান কোচ।

কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে। গ্রুপ পর্যায়ে একটিও ম্যাচ হারেনি উরুগুয়ে। ভালো ছন্দেই দেখাচ্ছে তাদের। উরুগুয়ের বিপক্ষে সমস্যার সমাধান না করলে বিপদে পড়বে ব্রাজিল।

আগামী ৫ জুলাই থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। কে কোন দলের বিপক্ষে খেলবে একনজরে দেখা যাক -

৫ জুলাই - আর্জেন্টিনা বনাম ইকুয়েডর (সকাল ৬.৩০ মিনিট)।

৬ জুলাই - ভেনেজুয়েলা বনাম কানাডা (সকাল ৬.৩০ মিনি)।

৭ জুলাই - কলোম্বিয়া বনাম পানামা (ভোর ৩.৩০ মিনিট)।

৭ জুলাই - উরুগুয়ে বনাম ব্রাজিল (সকাল ৬.৩০ মিনিট)।

Copa America 2024: কলোম্বিয়ার বিরুদ্ধে ড্র ব্রাজিলের, শেষ আটে সেলেসাওদের প্রতিপক্ষ উরুগুয়ে
UEFA EURO 2024: কোস্টার হাতে বাঁচলো পর্তুগালের স্বপ্ন, ইউরোর শেষ আটে রোনাল্ডো-এমবাপ্পে দ্বৈরথ!
Copa America 2024: কলোম্বিয়ার বিরুদ্ধে ড্র ব্রাজিলের, শেষ আটে সেলেসাওদের প্রতিপক্ষ উরুগুয়ে
Virat Kohli: সেরা হয়ে শুরু, সেরা হয়েই শেষ - বিশ্বকাপে বিরাটের স্মরণীয় কিছু ইনিংস দেখুন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in