FIFA U20 World Cup 2023: ইতালিকে হারিয়ে অনুর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ জিতলো উরুগুয়ে

নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে উরুগুয়ের হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন লুসিয়ানো রদ্রিগেজ। ৮৬ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে উরুগুয়েকে শিরোপা এনে দেন তিনি।
চ্যাম্পিয়ন উরুগুয়ে
চ্যাম্পিয়ন উরুগুয়েছবি - ট্যুইটার
Published on

অনুর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ জয়ের আক্ষেপ ঘুচলো উরুগুয়ের। এর আগে দু'বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল উরুগুয়েকে। এবার তেমনটা হলো না। এস্তাদিও সিউদাদ দে লা প্লাটা স্টেডিয়ামে ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতলো উরুগুয়ের যুবরা।

পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছন্দে ছিল উরুগুয়ে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে আসা ইজরায়েলকে পরাস্ত করে ফাইনালে ওঠে তারা। ফাইনালেও দাপট দেখায় লাতিন আমেরিকার দলটি।

বল দখলের লড়াইয়ে ইতালি এগিয়ে থাকলেও আক্রমণের নিরিখে ইতালিকে পাত্তা দেয়নি উরুগুয়ে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। একসময় মনে করা হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।

তবে নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে উরুগুয়ের হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন লুসিয়ানো রদ্রিগেজ। ৮৬ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে উরুগুয়েকে শিরোপা এনে দেন তিনি।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ইজরায়েল, কোনো ফিফা টুর্নামেন্টে এটিই তাদের প্রথম পদক। ৭ গোল আর ২ অ্যাসিস্ট করে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গোল্ডেন বুট এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দুইটিই জিতলেন ইতালির সিজার কাসাদেই।

চ্যাম্পিয়ন উরুগুয়ে
UEFA Champions League: ইস্তানবুলে ইতিহাস, বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লীগ জিতল ম্যানচেস্টার সিটি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in