ক্যালেন্ডার স্ল্যামস জিতে ইতিহাস রচনা থেকে আর মাত্র দু ধাপ দূরে সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উইমবল্ডনের ফাইনালের প্রতিপক্ষকে ৩-১ সেটে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছালেন জোকার। রেকর্ড ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামা জকোভিচ যেনো অপ্রতিরোধ্য।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামের হার্ড কোর্টে এদিন প্রথম সেটে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করলেন জোকার। বিশ্বের আট নম্বর তারকা ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি শেষ তিন সেটে পাত্তাই পেলেন না সার্বিয়ান তারকার কাছে। জোকারের হার না মানা লড়াইয়ের কাছে অধরাই থাকলো বেরেত্তিনির প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়।
এদিন প্রথম সেটে নোভাককে পেছনে ফেলে জয় তুলে নেন বেরেত্তিনি। ইতালিয়ান তারকা জেতেন ৭-৫ ব্যবধানে। হোঁচট খেয়েও দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করলেন জোকার। ৬-২ ফলাফলে দ্বিতীয় সেট জিতে নেন তিনি। তৃতীয় সেটেও ৬-২ ব্যবধানে বেরেত্তিনিকে পেছনে ফেলেন। চতুর্থ সেট ৬-৩ ব্যবধানে জিতে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান।
সেমিফাইনালে জকোভিচ মুখোমুখি হবেন অলিম্পিকে সোনা জয়ী জার্মানির আলেকজান্ডার জভেরভের। দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে ৭-৬ (৬), ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট পেয়েছেন জভেরভ। টেনিস বিশ্ব এখন মুখিয়ে আছে জভেরভ ও জকোভিচের লড়াইয়ের জন্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন