US Open: ইতিহাস থেকে একধাপ দূরে নোভাক জকোভিচ, ফাইনালে মুখোমুখি দানিয়েল মেদভেদেভের

শনিবার ইউএস ওপেনের ফ্ল্যাশিং মিডোয় ৫ সেটের জমজমাট লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জভেরভকে ৩-২ ব্যবধানে হারালেন জোকার। সেমিফাইনালে জভেরভকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন তিনি।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচছবি নোভাক জকোভিচ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ইতিহাস গড়া থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জোকোভিচ। শনিবার ইউএস ওপেনের ফ্ল্যাশিং মিডোয় ৫ সেটের জমজমাট লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জভেরভকে ৩-২ ব্যবধানে হারালেন জোকার। সেমিফাইনালে জভেরভকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন তিনি।

ইউএস ওপেন জিতলেই রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারকে পেছনে ফেলে পুরুষদের সিঙ্গেলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জোকার। ফেডেরার এবং নাদালের সঙ্গে যৌথ ভাবে ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সার্বিয়ান তারকা। চলতি ইউএস ওপেন জিতলেই ক্যালেন্ডার স্ল্যামস জয়ের পাশাপাশি পুরুষদের সিঙ্গেলসে ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জিতবেন তিনি।

আর্থার অ্যাশে এদিন প্রথম সেটে জয় তুলে নেন জভেরভ। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেটে কামব্যাক করেন জোকার। চতুর্থ সেটে আবার জোকারকে হারিয়ে সমতা ফিরে পান জার্মান নম্বর ফোর। পঞ্চম সেটে অবশ্য জভেরভকে পাত্তা না দিয়েই বাজিমাৎ করেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই জকোভিচ।

দীর্ঘ ৩ ঘন্টা ৩৪ মিনিটের লড়াইয়ে জোকারের পক্ষে ফলাফল ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২।

ইউএস ওপেনের ফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই জকোভিচ মুখোমুখি হবেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা দানিয়েল মেদভেদেভের। রাশিয়ান তারকা মেদভেদেভ সেমিফাইনালে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন কানাডিয়ান তরুণ ফিলিক্স অজার-অ্যালিয়াসিমকে। মেদভেদেভের পক্ষে এই ম্যাচের ফলাফল ৬-৪, ৭-৫, ৬-২।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in