US Open: হ্যামস্ট্রিং-এ চোটের কারণে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস

হ্যামস্ট্রিং-এ চোটের কারণে ইউ এস ওপেন টেনিস থেকে ছিটকে গেলেন ৬ বারের শিরোপা জয়ী সেরেনা উইলিয়ামস। বুধবার এক ইন্সটাগ্রাম পোস্টে একথা জানিয়েছেন খ্যাতনামা এই টেনিস তারকা।
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামসছবি সেরেনা উইলিয়ামসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

হ্যামস্ট্রিং-এ চোটের কারণে ইউ এস ওপেন টেনিস থেকে ছিটকে গেলেন ৬ বারের শিরোপা জয়ী সেরেনা উইলিয়ামস। বুধবার এক ইন্সটাগ্রাম পোস্টে একথা জানিয়েছেন খ্যাতনামা এই টেনিস তারকা।

এদিন নিজের ইন্সটাগ্রাম পোষ্টে সেরেনা লেখেন – সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করার পর আমার চিকিৎসক এবং মেডিক্যাল টিমের পরামর্শ মতো হ্যামস্ট্রিং-এর চোটের কারণে আমি ইউ এস ওপেন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। নিউইয়র্ক শহর পৃথিবীর বিখ্যাত শহরগুলোর একটি। আমি যেখানে খেলতে ভালোবাসি। আমি সেখানে দর্শকদের, আমার অনুরাগীদের ভালোবাসা থেকে বঞ্চিত হব।

এবছর উইম্বলডনের প্রথম রাউন্ডে আলেকজান্দ্রা সাসনোভিচ-এর বিরুদ্ধে সেন্টার কোর্টে খেলার সময় পড়ে গিয়ে চোট পান ৩৯ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। চোটের কারণে ৩-৩ পয়েন্টে ওই ম্যাচ ছাড়তে বাধ্য হন সেরেনা। এরপর থেকে তিনি আর কোর্টে নামতে পারেননি।

তিনি সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করেন। যদিও এর আগে সিদ্ধান্ত নিয়েছিলেন ২৪ তম গ্র্যান্ড স্ল্যামের জন্য ইউ এস ওপেনে নামবেন।

সেরেনার নাম প্রত্যাহারের আগে এবারের ইউ এস ওপেন থেকে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েমও চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

সেরেনা নাম প্রত্যাহার করে নিলেও ইউ এস ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন তাঁর বোন সেরেনা উইলিয়ামস। আগামী ৩০ আগস্ট শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইউ এস ওপেন টেনিস টুর্নামেন্ট।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in