টি-২০ বিশ্বকাপে অঘটন। পাকিস্তানকে হারিয়ে ব্যাক টু ব্যাক দুটি ম্যাচে জয় পেল আয়োজক দেশ আমেরিকা। দুই ভারতীয়র সাহায্যে সুপার ওভারে পাক বধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ম্যাচের আগে যা বড় ধাক্কা টিম বাবরের কাছে।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই পাকিস্তান দলকে নিয়ে একাধিক সমালোচনা শুরু হয়েছিল। প্রাক্তন পাক তারকারাই বাবরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও বৃহস্পতিবার দলের জন্য ৪৪ রান করেছিলেন পাক অধিনায়ক। বাবর এবং শাদাব খানের পার্টনারশিপ না হলে স্কোরবোর্ডে ১৫৯ রান তোলা কঠিন ছিল পাকিস্তানের কাছে।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে বাবর (৪৪) এবং শাদাব খান (৪০) দলের ইনিংস গড়তে থাকেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে আমেরিকাও। খেলা গড়ায় সুপার ওভারে।
পাক পেসার মহম্মদ আমির সুপার ওভারে ১৮ রান দেন। লক্ষ্যমাত্রা তাড়া করতে নামেন পাকিস্তানের ইফতিখর আহমেদ এবং ফখর জামান। কিন্তু পুরো ম্যাচের রঙ বদলে দেন বোলার সৌরভ নেত্রাভালকার এবং ফিল্ডার মিলিন্দ কুমার। এনারা দু'জনেই ভারতীয়। বর্তমানে আমেরিকার জাতীয় ক্রিকেট দলে খেলছেন। সৌরভের বলে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ইফতিখর। অনবদ্য ক্যাচ ধরেন মিলিন্দ কুমার। সুপার ওভারে ১৩ রান করেই থামতে হয় পাকিস্তানকে।
১৪ বছর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাকিস্তানের কাছে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল সৌরভকে। সেই প্রতিশোধ ভারতীয় দলের হয়ে না নিলেও আমেরিকার দলে থেকে নিয়ে নিলেন।
পর পর দুটি ম্যাচ জিতে গ্রুপ এ-র শীর্ষে রয়েছে আমেরিকা। তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে ভারত (২)। তৃতীয় স্থানে পাকিস্তান (০)। চতুর্থ স্থানে কানাডা (০) এবং পঞ্চম স্থানে আয়ারল্যান্ড (০)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন