‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে অনুশীলনে নামায় ICC-র হুশিয়ারির মুখে উসমান খোয়াজা

People's Reporter: জুতোর ওপরে 'স্বাধীনতা মানুষের অধিকার' লিখে অনুশীলনে নেমেছিলেন উসমান। ঠিক করেন ওই জুতো জোড়া পরেই ম্যাচেও নামবেন তিনি। কিন্তু বাধা দেয় আইসিসি।
‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে অনুশীলনে নামায় ICC-র হুশিয়ারির মুখে উসমান খোয়াজা
ছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

ইজরায়েল-গাজা যুদ্ধের আঁচ এবার অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্টে। নিজের জুতোর ওপর লিখে যুদ্ধ বন্ধ করার আবেদন জানান উসমান খোয়াজা। কিন্তু তাতে আপত্তি জানায় আইসিসি। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন খোয়াজা।

৬৭ দিন হয়ে গেল তাও থামেনি ইজরায়েল-গাজা যুদ্ধ। যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে একাধিক রাষ্ট্র। আবার বিশ্বকাপ চলাকালীন ভারতের মাটিতে এক বিরাট কোহলি ভক্ত 'ফ্রি প্যালেস্টাইন' লেখা টি-শার্ট পরে মাঠে ঢুকে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার সেই ক্রিকেট মাঠকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খোয়াজা।

জুতোর ওপরে 'স্বাধীনতা মানুষের অধিকার' লিখে অনুশীলনে নেমেছিলেন উসমান। ঠিক করেন ওই জুতো জোড়া পরেই ম্যাচেও নামবেন তিনি। কিন্তু বাধা দেয় আইসিসি। মাঠের মধ্যে কোনো প্রতিবাদ জানানো যাবে না। যদি জানান তাহলে নির্বাসিত করা হবে খোয়াজাকে। কিন্তু উসমান তাও শোনেননি। ওই জুতো পরেই নামেন। তবে লেখার ওপরে সাদা টেপ দিয়ে দেন। পাশাপাশি আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কালো আর্ম ব্যান্ড পরেন।

উসমান খোয়াজা বলেন, 'আমার জুতোয় লেখা বার্তা নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন। তবে আমি বেশী কিছু বলতে চাই না। শুধু বলবো একবার নিজেরা ভেবে দেখুন আমরা কি সত্যিই স্বাধীন? আমাদের জীবনের কি ভিন্ন ভিন্ন দাম? জাত, ধর্মের ওপরে উঠে ভাবুন। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। মানবাধিকারের জন্য আমি বার বার সরব হবো। অত্যাধুনিক সভ্যতায় আমরা বাস করছি। কিন্তু আজও যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণ চলে যাচ্ছে। এইসব বন্ধ হওয়া দরকার'।

অন্যদিকে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ৩২৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। উসমাঞ খোয়াজা ৪১ রান করে আউট হয়ে যান। ওয়ার্নার করেন ১৬৪ রান। বর্তমানে ব্যাট করছেন মিচেল মার্শ এবং অ্যালেক্স ক্যারি।

‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে অনুশীলনে নামায় ICC-র হুশিয়ারির মুখে উসমান খোয়াজা
Mohammad Shami: বিশ্বকাপে আগুনে পারফর্ম্যান্স, অর্জুন পুরস্কারের দৌড়ে মহম্মদ শামি!
‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে অনুশীলনে নামায় ICC-র হুশিয়ারির মুখে উসমান খোয়াজা
'আবেগ, বাংলা মানেই ফুটবল' - নতুন পথ চলা শুরু কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও সুলেখা কালির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in