ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-২০ সিরিজ হারার পরই হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। হার্দিকের অধিনায়কত্বকে 'ক্লুলেস' বলেও দাবি করেন প্রাক্তন তারকা।
সিরিজ ০-২ থেকে ২-২ করেছিল ভারত। রবিবার ছিল সিরিজ নির্ধারণের ম্যাচ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে হার্দিকদের। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভেঙ্কটেশ প্রসাদ। তিনি লেখেন, 'ভারতীয় দলের আরও দক্ষতা প্রয়োজন। আগ্রাসী মনোভাব এবং জয়ের খিদের অভাব রয়েছে ভারতীয় দলে। এমনকি অধিনায়ককেও কেমন দিশাহীন লাগে। বোলাররা ব্যাট করতে পারে না এবং ব্যাটাররা বল করতে পারে না। কেউ আপনার প্রিয় খেলোয়াড় বলে তাঁকে সুযোগ দেবেন এটা হতে পারে না। এখানে বৃহত্তর স্বার্থ দেখা প্রয়োজন।'
প্রসাদ আরও লেখেন, "ওয়েস্ট ইন্ডিজের সামনে ভারতীয় দলকে যেন খুবই সাধারণ লাগছিল। কিছু মাস আগেই বাংলাদেশের কাছে ওডিআই সিরিজ হেরেছি আমরা। এবার টি-২০তে ওয়েস্ট ইন্ডিজ হারালো। অযৌক্তিক স্টেটমেন্ট না দিয়ে কোথায় কী ভুল হচ্ছে সেগুলো সমাধান করা উচিত।"
যদিও হার্দিক পাণ্ডিয়া বলেন, "একটা সিরিজ হারাতে তেমন কিছু হয় না কিন্তু আমাদের জেতার লক্ষ্য স্থির রাখতে হবে। আমি যখন ব্যাট করতে নামি তখন থেকেই খেলার রাশ হারিয়ে ফেলি। পরবর্তী ১০ ওভারে আমরা খুব একটা ভালো কিছু করতে পারিনি। আমি নিজেই ব্যর্থ হয়েছি। আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে। আমরা আরও ভালো কীভাবে করা যায় সেদিকেই নজর দেবো।"
গতকাল টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে ভারত। ভারতের ওপেনিং জুটি ফ্লপ করলেও তিলক ভার্মা এবং সূর্যকুমার সামাল দেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারেই ২ উইকেতে হারিয়ে ১৭১ রান তুলে সিরিজ জেতে ক্যারিবিয়ানরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন