Vijay Hazare Trophy: ৫০ ওভারে ৫০৬ রান! এক ইনিংসে ২৭৭ রান জগদীশের, ২০ বছরের রেকর্ডও ভাঙলেন

বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে অরুণাচলের বিপক্ষে ১৪১ বলে ২৫ চার ও ১৫ ছক্কায় রেকর্ডগড়া এই ইনিংস সাজান নারায়ণ।
নারায়ণ জগদীশন
নারায়ণ জগদীশনছবি - ক্রিক ট্র্যাকার
Published on

এক ম্যাচেই রেকর্ডের বন্যা বইয়ে দিলেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। ১৪১ বলে ২৭৭ রান করার পাশাপাশি ভাঙলেন বিরাট কোহলি, রোহিত শর্মার রেকর্ডও। জগদীশনের এই রেকর্ডে কার্যত অবাক ক্রিকেট বিশ্ব।

বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে অরুণাচলের বিপক্ষে ১৪১ বলে ২৫ চার ও ১৫ ছক্কায় রেকর্ডগড়া এই ইনিংস সাজিয়েছেন নারায়ণ। অ্যালিস্টার ব্রাউনের গড়া ২০ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিলেন তিনি। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি নতুন রেকর্ড তৈরি হয়েছে।

একনজরে রেকর্ডগুলি দেখা যাক:

১. ভারতীয়দের মধ্যে ৫০ ওভারের ক্রিকেটে এতদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন রোহিত শর্মা (২৬৪)। ২৭৭ রান করার ফলে সেই রেকর্ড ভেঙে দিলেন জগদীশন।

২. বিজয় হাজার ট্রফিতে প্রথম ক্রিকেটার হিসেবে এক মরশুমে ৫টা সেঞ্চুরি করেছেন জগদীশন।

৩. প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন অ্যালিস্টার ব্রাউন (২৬৮)।

৪. ১১৪ বলে ডবল সেঞ্চুরির মাধ্যমে স্পর্শ করলেন ট্রেভিড হেডের রেকর্ড।

৫. বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম ডবল সেঞ্চুরিরও মালিক হলেন জগদীশন।

৬. বিজয় হাজারে ট্রফিতে ১২টি ছয় মেরে এতদিন শীর্ষে ছিলেন যশস্বী জয়সওয়াল। জগদীশনের ১৫টি ছয়ের জেরে সেই রেকর্ডও ভেঙে গেলো।

৭. প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বি-শতরান করার পর যত রানে আউট হন, সেই রান পর্যন্ত স্ট্রাইক-রেট ১৯৬.৪৫।

৮. ৫০ ওভারের ক্রিকেটে যে কোনো উইকেটে সাই সুদর্শন (১৫৪ রান ১০২ বলে, ১৯টা চার ও ২টি ছয়) ও তাঁর জুটির সংগ্রহ ৪১৬ রান। যা সর্বোচ্চ। এর আগে ২০১৫ সালে ৩৭২ রানের পার্টনারশিপের মালিক ছিলেন ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলের জুটি।

৯. বিজয় হাজারের ট্রফির ইতিহাসে সবথেকে বেশি রানের মালিক ছিলেন পৃথ্বী শ। তিনি ২০২১ সালে পন্ডীচেরির বিরুদ্ধে করেছিলেন ২২৭ রান। জগদীশনের ২৭৭ রান পৃথ্বীকেও পেছনে ফেলে দিলো।

১০. বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পরপর ৫টি ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি।

১১. বিজয় হাজারে ট্রফির ইতিহাসে একটি মরশুমে জগদীশন এখন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক (৭৯৯)। প্রথমে আছেন পৃথ্বী শ (৮২৭, ২০২০-২০২১ মরশুম)।

১২. তামিলনাড়ুর ৫০৬ রান ‘এ’ শ্রেণির ক্রিকেটে দল হিসেবে সর্বোচ্চ।

নারায়ণ জগদীশন
FIFA World Cup 22: ইতিহাস সৃষ্টি হতে চলেছে কাতারে! বিশ্বকাপ পরিচালনার দায়িত্বে ৩ মহিলা রেফারি
নারায়ণ জগদীশন
Novak Djokovic: সাত বছর পর এটিপি ফাইনাল জয় জকোভিচের, স্পর্শ করলেন ফেডেরারের রেকর্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in