মঙ্গলবার কার্যত সবাইকে অবাক করেই প্রথম রাউন্ডেই মঙ্গোলিয় প্রতিপক্ষ খুলান বাতখুয়াগের কাছে ৭-০ ফলে হেরে গিয়েছিলেন ভিনেশ ফোগাট। বুধবার সেই ভিনেশই করলেন স্বপ্নের কামব্যাক। বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপের ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। এর আগে ২০১৯ সালে নূর সুলতানে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে সোনা জিতেছিলেন ভিনেশ। বেলগ্রেডে ব্রোঞ্জ জয়ের সাথে সাথেই ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে দু'টি পদক জয়ের নজির গড়লেন তিনি।
চলতি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ভিনেশ। মঙ্গলবার বাতখুয়াগের কাছে ৭-০ ব্যবধানে হেরেছিলেন ভারতীয় কুস্তিগীর। সেই মঙ্গোলিয় কুস্তিগীর ফাইনালে চলে যাওয়াতে রেপেসঁ বিভাগে লড়াই করার সুযোগ পান ভিনেশ। সেখান থেকে আর কোনো ভুল করেননি ভারতীয় তারকা।
রেপেসঁতে প্রথম রাউন্ডে ভিনেশ কাজাখাস্তানের এসিমোভাকে হারান ৪-০ ব্যবধানে হারান। পরের রাউন্ডে আজারবাইজানের লেইলা গুরবানোভা চোটের কারণে না নামতে পারায় বাই পেয়ে যান ভিনেশ। ফাইনাল ম্যাচে তিনি হারান সুইডেনের এম্মা জোনাকে। ম্যাচের ফলাফল ভিনেশের পক্ষে ৮-০। জোনাকে হারিয়েই ব্রোঞ্জ জিতে নেন ভারতীয় কুস্তিগীর।
বার্মিংহ্যামে অনুষ্ঠিত এবারের কমনওয়েলথ গেমসে দুর্দান্ত প্রদর্শন করেন ভিনেশ। গ্লাসগো, গোল্ড কোস্টের পর বার্মিংহ্যামেও সোনা জেতেন তিনি। সেই ভিনেশ প্রথম রাউন্ডেই হেরে যাওয়ায় বেশ হতাশ হতে হয়। তবে রেপেসঁতে সুযোগ পেয়েই প্রত্যাবর্তন ঘটালেন স্বপ্নের মতো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন